Ram Mandir Pran Pratistha: রামলালা প্রাণ প্রতিষ্ঠার আগে দক্ষিণের মন্দিরগুলি দর্শনে ব্যস্ত মোদী! আধ্যাত্মিক কারণ জানলে আপনিও করবেন

Spirituality: রামমন্দিরকে কেন্দ্র করে এই সময় দেশের প্রধানমন্ত্রী সারাদেশের বিখ্যাত ও অন্যতম মন্দিরগুলিতে পরিদর্শন করছেন তিনি। মন্দিরের গর্ভগৃহে দেশে বিভিন্ন ও বিশিষ্ট পুরোহিত ও জ্যোতিষীদের উপস্থিতির মধ্যেও প্রধান অতিথি হিসেবে উপাসনালয়ে উপস্থিত থাকবেন তিনিও।

| Edited By: | Updated on: Jan 21, 2024 | 1:18 PM
 আর মাত্র ১৫ ঘণ্টা। তারপরেই বৈদিক আচার মেনে অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান পালিত হবে। নবমির্মিত এই রামমন্দিরকে ঘিরে সারা দেশই পালিত হচ্ছে অকাল উত্‍সব। মন্দিরের গ্রভগৃহে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার ঠিক ১১দিন আগে থেকেই মেনে চলা হচ্ছে নানাবিধ আচার-নিয়ম। আর সেই কঠিন নিয়মের মূল কেন্দ্রের রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর মাত্র ১৫ ঘণ্টা। তারপরেই বৈদিক আচার মেনে অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান পালিত হবে। নবমির্মিত এই রামমন্দিরকে ঘিরে সারা দেশই পালিত হচ্ছে অকাল উত্‍সব। মন্দিরের গ্রভগৃহে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার ঠিক ১১দিন আগে থেকেই মেনে চলা হচ্ছে নানাবিধ আচার-নিয়ম। আর সেই কঠিন নিয়মের মূল কেন্দ্রের রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 8
রামমন্দিরকে কেন্দ্র করে এই সময় দেশের প্রধানমন্ত্রী সারাদেশের বিখ্যাত ও অন্যতম মন্দিরগুলিতে পরিদর্শন করছেন তিনি। মন্দিরের গর্ভগৃহে দেশে বিভিন্ন ও বিশিষ্ট পুরোহিত ও জ্যোতিষীদের উপস্থিতির মধ্যেও প্রধান অতিথি হিসেবে উপাসনালয়ে উপস্থিত থাকবেন তিনিও।

রামমন্দিরকে কেন্দ্র করে এই সময় দেশের প্রধানমন্ত্রী সারাদেশের বিখ্যাত ও অন্যতম মন্দিরগুলিতে পরিদর্শন করছেন তিনি। মন্দিরের গর্ভগৃহে দেশে বিভিন্ন ও বিশিষ্ট পুরোহিত ও জ্যোতিষীদের উপস্থিতির মধ্যেও প্রধান অতিথি হিসেবে উপাসনালয়ে উপস্থিত থাকবেন তিনিও।

2 / 8
প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তামিলনাড়ু-সহ দক্ষিণের বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। ২০ জানুয়ারি, প্রধানমন্ত্রী রামেশ্বরমের শ্রীআরুলমিগু রামানাথস্বামী মন্দিরে প্রার্থনা করেন। শুধু তাই নয়, দেশের অন্যতম জ্যোতির্লিঙ্গ রামেশ্বরমের পবিত্র জলেও স্নান করেন তিনি। এর আগে তিনি ত্রিচির শ্রীরঙ্গনাথস্বামী মন্দিরে রীতি অনুযায়ী প্রার্থনাও করেন।

প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তামিলনাড়ু-সহ দক্ষিণের বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। ২০ জানুয়ারি, প্রধানমন্ত্রী রামেশ্বরমের শ্রীআরুলমিগু রামানাথস্বামী মন্দিরে প্রার্থনা করেন। শুধু তাই নয়, দেশের অন্যতম জ্যোতির্লিঙ্গ রামেশ্বরমের পবিত্র জলেও স্নান করেন তিনি। এর আগে তিনি ত্রিচির শ্রীরঙ্গনাথস্বামী মন্দিরে রীতি অনুযায়ী প্রার্থনাও করেন।

3 / 8
শুধু মন্দির পরিদর্শন করাই নয়, রঙ্গনাথ স্বামী মন্দিরের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একদল পণ্ডিতদের রামায়ণের শ্লোক পাঠ শুনেছিলেন। ২১ জানুয়ারি, রবিবার, প্রধানমন্ত্রী দেশের শেষ জায়গা, ধানুশকোড়িতে অবস্থিত কোথানদারমাস্বামী মন্দিরেও প্রার্থনা করবেন।  যাবেন আরিচল মুনাই পয়েন্টেও। এই পয়েন্টেই তৈরি করা হয়েছিল সেতু নির্মাণ।

শুধু মন্দির পরিদর্শন করাই নয়, রঙ্গনাথ স্বামী মন্দিরের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একদল পণ্ডিতদের রামায়ণের শ্লোক পাঠ শুনেছিলেন। ২১ জানুয়ারি, রবিবার, প্রধানমন্ত্রী দেশের শেষ জায়গা, ধানুশকোড়িতে অবস্থিত কোথানদারমাস্বামী মন্দিরেও প্রার্থনা করবেন। যাবেন আরিচল মুনাই পয়েন্টেও। এই পয়েন্টেই তৈরি করা হয়েছিল সেতু নির্মাণ।

4 / 8
প্রাণ প্রতিষ্ঠায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ১১ দিনের জন্য কঠোর নিয়ম পালন করছেন দেশেক প্রধানমন্ত্রী। এই কঠিন নিয়মগুলির মধ্যে বেশ কয়েকটি নিয়ম হল, উপবাস পালন করা, নিরামিষাশী খাদ্য খাওয়া, ব্রহ্ম মুহূর্তে পুজোপাঠ করা, মাটিতে শুয়ে থাকা, প্রতিদিন গরুর সেবা করা, মন্দিরে যাওয়া, পুজোপাঠে মন দেওয়া, পবিত্র স্নান করে ঈশ্বরের আরাধনা করা। এইসবই টানা ১১দিন ধরে মেনে চলছেন তিনি।

প্রাণ প্রতিষ্ঠায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ১১ দিনের জন্য কঠোর নিয়ম পালন করছেন দেশেক প্রধানমন্ত্রী। এই কঠিন নিয়মগুলির মধ্যে বেশ কয়েকটি নিয়ম হল, উপবাস পালন করা, নিরামিষাশী খাদ্য খাওয়া, ব্রহ্ম মুহূর্তে পুজোপাঠ করা, মাটিতে শুয়ে থাকা, প্রতিদিন গরুর সেবা করা, মন্দিরে যাওয়া, পুজোপাঠে মন দেওয়া, পবিত্র স্নান করে ঈশ্বরের আরাধনা করা। এইসবই টানা ১১দিন ধরে মেনে চলছেন তিনি।

5 / 8
কথিত আছে, এই কঠিন নিয়মগুলি মেনে চললে দেদেবীদের আহ্বান করার পথ সুগম হয়, প্রাণ প্রতিষ্ঠার সময় দেবতারা সন্তষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন। ওই মূর্তিতেই সদা বিরাজমান থাকেন। তবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর মন্দিরে যাওয়ার প্রয়োজন কেন পড়েছে? রয়েছে আধ্যাত্মিক তাত্‍পর্য ও গুরুত্ব।

কথিত আছে, এই কঠিন নিয়মগুলি মেনে চললে দেদেবীদের আহ্বান করার পথ সুগম হয়, প্রাণ প্রতিষ্ঠার সময় দেবতারা সন্তষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন। ওই মূর্তিতেই সদা বিরাজমান থাকেন। তবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর মন্দিরে যাওয়ার প্রয়োজন কেন পড়েছে? রয়েছে আধ্যাত্মিক তাত্‍পর্য ও গুরুত্ব।

6 / 8
মন্দিরের রামলালার মূর্তি পবিত্র ও শুদ্ধ করার আগে প্রধানমন্ত্রীর মন্দিরে যাওয়ার পিছনে তৈরি হয়েছে নানা বিতর্ক। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সফরের রয়েছে বিশেষ তাৎপর্য। দেশের পণ্ডিতদের কথায়, শাস্ত্রে বলা হয়েছে যে 'দেব ভূত্বা দেবম যজেত্' এর অর্থ হল দেবতার মতো হয়েই দেবতার পূজা করা উচিত।

মন্দিরের রামলালার মূর্তি পবিত্র ও শুদ্ধ করার আগে প্রধানমন্ত্রীর মন্দিরে যাওয়ার পিছনে তৈরি হয়েছে নানা বিতর্ক। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সফরের রয়েছে বিশেষ তাৎপর্য। দেশের পণ্ডিতদের কথায়, শাস্ত্রে বলা হয়েছে যে 'দেব ভূত্বা দেবম যজেত্' এর অর্থ হল দেবতার মতো হয়েই দেবতার পূজা করা উচিত।

7 / 8
শাস্ত্রে বলা হয়েছে যে কোনও গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানের আগে উপাসনায় আগ্রহ তৈরি হওয়া ও মন্দিরে যাওয়া উচিত। এর কারণ হল মন্দিরে আরাধনা করলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। দর্শন বাহ্যিক শুদ্ধি অর্থাৎ শরীরকে পরিশুদ্ধ করে। অথচ খাদ্য ও জল ত্যাগ করলে অভ্যন্তরীণ শুদ্ধি বৃদ্ধি হয়। এ কারণেই দক্ষিণের বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর সফরকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শাস্ত্রে বলা হয়েছে যে কোনও গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানের আগে উপাসনায় আগ্রহ তৈরি হওয়া ও মন্দিরে যাওয়া উচিত। এর কারণ হল মন্দিরে আরাধনা করলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। দর্শন বাহ্যিক শুদ্ধি অর্থাৎ শরীরকে পরিশুদ্ধ করে। অথচ খাদ্য ও জল ত্যাগ করলে অভ্যন্তরীণ শুদ্ধি বৃদ্ধি হয়। এ কারণেই দক্ষিণের বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর সফরকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

8 / 8
Follow Us: