কাপুর পরিবারের ছেলে বলে কথা। বি-টাউনে চাহিদার পাশাপাশি মহিলা মহেলও শাম্মি কাপুরকে নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। বহু মহিলা মন দিয়েছিলেন তাঁকে। তিনিও প্রেমে গা ভাসিয়েছিলেন।
যার মধ্যে অন্যতম হলেন মুমতাজ। শাম্মি কাপুরও ভালবাসতেন মুমতাজকে। তবে যখনই বিয়ের প্রসঙ্গ ওঠে, তখনই নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে নিয়েছিলেন মুমতাজ। সেই মুহূর্তে যা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল।
বিটাউনের এই প্রিয় জুটি কেন করলেন না সংসার! প্রথমেই মুমতাজ জানিয়েছিলেন, তিনি এই বিয়ে করতে পারবেন না। কারণ মুমতাজের কথায় মাত্র ১৭ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন। শাম্মি কাপুরের দোষ তিনি কাপুর পরিবারের ছেলে।
কাপুর পরিবার মেয়েদের বিষয় ভীষণ ছিলেন রক্ষণশীল, পাশাপাশি একাধিক নিয়মে বেঁধে ফেলতে হবে তাঁকে। রাজি ছিলেন না মুমতাজ। নিজের পরিবার দেখার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। কেরিয়ারের পিকে তিনি কেবল ভালবাসার জন্য সব ছাড়তে রাজি ছিলেন না।
যদিও এই উত্তর শুনে বিশ্বাস করেননি শাম্মি কাপুর। তিনি জানিয়েছিলেন যে, যদি সত্যি ভালবাসতেন মুমতাজ তাঁকে তবে তিনি এই যুক্তি দেখাতে পারতেন না। তিনি কোনও দিন ভালই বাসেননি। যদিও সেই অভিযোগ মাথা পেতে নিয়েছিলেন মুমতাজ।