Retro Gossip: বলিউডের ‘জুবলি কুমার’-কে চেনেন? ছবি মুক্তি পেলেই ২৫ সপ্তাহ সিনেমা হলে চলবেই চলবে

Bollywood Actor: একই ছবি ভক্তরা অভিনেতার টানে বারে বারে দেখতে ছুটে যেতেন। প্রতিটা শো-ই যেন হাউসফুল। সিনেমাহলে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ টিকিটের লাইন।

Jul 20, 2022 | 7:49 PM
TV9 Bangla Digital

| Edited By: Jayita Chandra

Jul 20, 2022 | 7:49 PM

আজ থেকে ঠিক ৬০ বছর আগের কথা। ভারতীয় সিনেমায় তখন এক অন্যস্বাদের আবেগ, হাউসফুলের তকমা, সুপারস্টারের পোস্টারে মালা, আর দীর্ঘ দিন সিনেমা হলে ছবি টিকে থাকা।

আজ থেকে ঠিক ৬০ বছর আগের কথা। ভারতীয় সিনেমায় তখন এক অন্যস্বাদের আবেগ, হাউসফুলের তকমা, সুপারস্টারের পোস্টারে মালা, আর দীর্ঘ দিন সিনেমা হলে ছবি টিকে থাকা।

1 / 5
একই ছবি ভক্তরা অভিনেতার টানে বারে বারে দেখতে ছুটে যেতেন। প্রতিটা শো-ই যেন হাউসফুল। সিনেমাহলে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ টিকিটের লাইন। পর্দায় অভিনেতা রাজেন্দ্র কুমার।

একই ছবি ভক্তরা অভিনেতার টানে বারে বারে দেখতে ছুটে যেতেন। প্রতিটা শো-ই যেন হাউসফুল। সিনেমাহলে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ টিকিটের লাইন। পর্দায় অভিনেতা রাজেন্দ্র কুমার।

2 / 5
বলিউডে একাধিক সুপারস্টার পেয়েছে বারে বারে। তবে এমন কিছু নাম রয়েগিয়েছে তালিকায়, যাঁরা পর্দায় থাকা মানেই ছবি চলবে খুব কম করে ৬ মাস। সাম্প্রতিক কালে এমন দৃশ্য দুর্লভ।  শেষ দেখা গিয়েছিল কাহো না পেয়ার হ্যায় ছবির ক্ষেত্রে।

বলিউডে একাধিক সুপারস্টার পেয়েছে বারে বারে। তবে এমন কিছু নাম রয়েগিয়েছে তালিকায়, যাঁরা পর্দায় থাকা মানেই ছবি চলবে খুব কম করে ৬ মাস। সাম্প্রতিক কালে এমন দৃশ্য দুর্লভ। শেষ দেখা গিয়েছিল কাহো না পেয়ার হ্যায় ছবির ক্ষেত্রে।

3 / 5
সাল ১৯৬০, পর্দায় তখন একের পর এক রাজেন্দ্র কুমারের ছবি মুক্তি পাচ্ছে। আর তাঁর ছবি মুক্তি মানেই অন্তত পক্ষে ২৫ সপ্তাহ চলবেই সেই ছবি। কোনও কোনও ক্ষেত্রে ৫০ সপ্তাহও চলে যেত।

সাল ১৯৬০, পর্দায় তখন একের পর এক রাজেন্দ্র কুমারের ছবি মুক্তি পাচ্ছে। আর তাঁর ছবি মুক্তি মানেই অন্তত পক্ষে ২৫ সপ্তাহ চলবেই সেই ছবি। কোনও কোনও ক্ষেত্রে ৫০ সপ্তাহও চলে যেত।

4 / 5
সেই সুবাদেও অভিনেতার নামকরণ করা হয়েছিল জুবলি কুমার।  কখনও গোল্ডেন, কখনও সিলভার, নিজের প্রতিযোগী তিনি নিজেই হয়ে উঠতেন। দিল এক মন্দির, মেরে মেহবুব, আরজু, সুরাজ, ঘরানা প্রভৃতি ছিল তাঁর অন্যতম হিটছবি।

সেই সুবাদেও অভিনেতার নামকরণ করা হয়েছিল জুবলি কুমার। কখনও গোল্ডেন, কখনও সিলভার, নিজের প্রতিযোগী তিনি নিজেই হয়ে উঠতেন। দিল এক মন্দির, মেরে মেহবুব, আরজু, সুরাজ, ঘরানা প্রভৃতি ছিল তাঁর অন্যতম হিটছবি।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla