Salman Khan Gossip: সলমন কেন ঘনঘন নাম বদল করছেন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির?

Bollywood Movie: এই ছবির প্রথম নাম ছিল কাভি ঈদ কাভি দিওয়ালি, কিন্তু সলমন খানের একটা সময়ের পর মনে হয় যে তাঁর এই নামটাতে আপত্তি।

| Edited By: | Updated on: Oct 16, 2022 | 3:38 PM
সঠিক লিস্ট তৈরি করার পর তিনি দেখেন তাদের পরিকল্পনা থেকে অনেকটা এগিয়ে রয়েছে ছবির বাজেট। যার ফলে সালমান খান স্থির করেন এই ছবি করবেন না। উল্টে জানান একটি ভাল চিত্রনাট্যর খোঁজে রয়েছেন তিনি।

সঠিক লিস্ট তৈরি করার পর তিনি দেখেন তাদের পরিকল্পনা থেকে অনেকটা এগিয়ে রয়েছে ছবির বাজেট। যার ফলে সালমান খান স্থির করেন এই ছবি করবেন না। উল্টে জানান একটি ভাল চিত্রনাট্যর খোঁজে রয়েছেন তিনি।

1 / 5
কারণ একটাই নাম বদল। এই ছবির প্রথম নাম ছিল কাভি ঈদ কাভি দিওয়ালি, কিন্তু সলমন খানের একটা সময়ের পর মনে হয় যে তাঁর এই নামটাতে আপত্তি। কারণ বর্তমান পরিস্থিতিতে ধর্মীয়ো কোনও ভাবাবেগে আঘাত করতে চান না।

কারণ একটাই নাম বদল। এই ছবির প্রথম নাম ছিল কাভি ঈদ কাভি দিওয়ালি, কিন্তু সলমন খানের একটা সময়ের পর মনে হয় যে তাঁর এই নামটাতে আপত্তি। কারণ বর্তমান পরিস্থিতিতে ধর্মীয়ো কোনও ভাবাবেগে আঘাত করতে চান না।

2 / 5
আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে বেশ কিছুটা সময় ফাঁকা রয়েছেন ভাইজান। এই সময়টাই শুটিং শুরু করতে পারে এমন কোন গল্প যাতে চটজলদি লিখে ফেলে যাওয়া যায় তেমনি খোঁজ করছেন বর্তমানে সুপারস্টার।

আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে বেশ কিছুটা সময় ফাঁকা রয়েছেন ভাইজান। এই সময়টাই শুটিং শুরু করতে পারে এমন কোন গল্প যাতে চটজলদি লিখে ফেলে যাওয়া যায় তেমনি খোঁজ করছেন বর্তমানে সুপারস্টার।

3 / 5
 অনেকেই হয়তো জানেন না সলমন খান সাবান খুব পছন্দ করেন। তাঁর বাড়ির বাথরুমে বিভিন্ন ধরনের সাবান ভর্তি। সব ধরনের সাবানের কালেকশন তাঁর রয়েছে।

অনেকেই হয়তো জানেন না সলমন খান সাবান খুব পছন্দ করেন। তাঁর বাড়ির বাথরুমে বিভিন্ন ধরনের সাবান ভর্তি। সব ধরনের সাবানের কালেকশন তাঁর রয়েছে।

4 / 5
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

5 / 5
Follow Us: