Bangla News » Photo gallery » Will kiara advani and sidharth malhotra going to get married close one reveal truth
Kiara-Sidharth Marriage: আর জল্পনা নয়, এবার ঘনিষ্টসূত্রে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের খবর নিয়ে কোন তথ্য এল সামনে
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Nov 30, 2022 | 12:23 PM
Bollywood Jodi: কোনও সেলেবই বিয়ের খবর সামনে আনতে চান না। যদিও বিটাউন সূত্রে কিছুই গোপন থাকে না বর্তমানে। তাই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ কিয়ারা।
Nov 30, 2022 | 12:23 PM
ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। সেই প্রেমই পরিণতি পাচ্ছে খুব তাড়াতাড়ি।
1 / 5
তবে বিয়ে নিয়ে একাধিক জল্পনা সত্ত্বেও দুই স্টার এই মর্মে এখনও মুখ খোলেননি। যদিও বিয়ের কোনও খবরই চাপা থাকছে না। একবার বিচ্ছেদের পরই সম্পর্কে ফিরে মুখে কুলুপ।
2 / 5
তবে খবর ভাইরাল হতেই এবার মুখ খুললেন জুটির এক কাছের বন্ধু। জানালেন, সত্যি কি তাঁরা বিয়ে করছেন, আমার তো মনে হয় না তাঁদের মধ্যে কেউ এমন মন্তব্য করেছেন বলে।
3 / 5
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, কিয়ারা এখন কেরিয়ারের সেরা সময়টা দিয়ে যাচ্ছেন, আপনার বিষয়টা পছন্দ হোক বা নাই হোক ভারতের মতো দেশে বিয়ে কেরিয়ারকে একটু হলেও টলিয়ে দেয়।
4 / 5
কিয়ারা এখন খুব ভাল সময় দিয়ে যাচ্ছেন। তাই এখনই ব্যক্তিগত জীবনে খুব বড় সিদ্ধান্ত নিতে তিনি রাজি হবেন না। ফলে বিয়ের কোনও পরিকল্পনাই তাঁরা করছেন না।