খাতায় লিখে লেখাপড়া করেছি, বই কিনতে পারিনি: Mamata Banerjee
মাইক নামিয়ে রাখলেন হাত থেকে। স্টেজ থেকে পিছিয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গীতাঞ্জলি পার্কে তপসিলি জাতি উপজাতি সম্মেলনের অনু্ষ্ঠান। মঞ্চে সবেমাত্র উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বক্তৃতা শুরু তিন মিনিটের মধ্যেই মেজাজ হারালেন তিনি। মাইক নামিয়ে রাখলেন হাত থেকে। স্টেজ থেকে পিছিয়ে দাঁড়ালেন। তাঁকে দেখে তখন মঞ্চে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতা মন্ত্রীরাও উঠে দাঁড়িয়েছেন। সভায় দাবি দাওয়া পেশ করা নিয়ে আরও একবার মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী।