পুলিশের আক্রমণের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন মইদুল
সোমবারই কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় নবান্ন অভিযানে জখম মইদুল ইসলাম মিদ্যা (৩১) নামে ডিওয়াইএফআই কর্মীর।
বাম যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানে গিয়ে আহত ডিওয়াইএফআই নেতার মৃত্যু ঘিরে তোলপার রাজ্য রাজনীতি। সোমবারই কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় নবান্ন অভিযানে জখম মইদুল ইসলাম মিদ্যা (৩১) নামে ডিওয়াইএফআই কর্মীর। ডিওয়াইএফআই কর্মী ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “আমরা আমাদের এক কমরেডকে হারালাম। পুলিশের মারে প্রাণ গিয়েছে তার। আশঙ্কা করছি মারাত্মক খারাপ কিছু ঘটেছে। এই রক্তপিপাসু সরকারকে আমরা বিশ্বাস করি না। আমরা সকাল থেকেই আছি। এরা সব করতে পারে। দেহ লোপাটও করতে পারে।” একই সুর চড়িয়ে আরেক ডিওয়াইএফআই কর্মী বলেন, “পুলিশ বলছে জায়গা খালি করতে। যাতে দেহ লোপাটে সুবিধা হয়। আমরা আমাদের সাথীকে হারিয়েছি। এত সহজে পুলিশ প্রশাসন আজ দেহ নিয়ে যেতে পারবে না।”