কাদাজলের নীচে আটকে শতাধিক শ্রমিক

প্রাথমিকভাবে সরকারের তরফে প্রায় ৫০ থেকে ৭৫ জন বাসিন্দার নিখোঁজ হওয়ার কথা বললেও অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে নিখোঁজের সংখ্যা কমপক্ষে ৯০০।

কাদাজলের নীচে আটকে শতাধিক শ্রমিক
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 3:11 PM

ভয়াবহ তুষারধস উত্তরাখণ্ডে (Uttarakhand)। কেদারনাথের স্মৃতি উসকে দিয়ে একইভাবে হিমবাহ ভেঙে পড়েছে জোশীমঠে (Avalanche)। চামোলি জেলার তপোবন এলাকায় রানি গ্রামে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের উপর আচমকাই হিমবাহটি ভেঙে পড়ে। প্রবল জলের তোড়ে ভেঙে যায় ধৌলিগঙ্গা (Dhauliganga) নদীর উপর বাঁধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলের তোড়ে ভেসে গিয়েছে আশেপাশের কয়েকটি বাড়ি। প্রাথমিকভাবে সরকারের তরফে প্রায় ৫০ থেকে ৭৫ জন বাসিন্দার নিখোঁজ হওয়ার কথা বললেও অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে নিখোঁজের সংখ্যা কমপক্ষে ৯০০। এই ভয়াবহ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে TV9 বাংলা। চোখ রাখুন লাইভ ব্লগে (Uttarakhand Joshimath Dam News LIVE)।