পশ্চিমবঙ্গের মুসলমানরা সব থেকে বেশি গরিব এবং অশিক্ষিত: দিলীপ ঘোষ
EXCLUSIVE দিলীপ ঘোষ, শুধু মাত্র টিভি নাইন বাংলায়।
উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চা চক্র। সেখানে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তোষণ রাজনীতি’ নিয়ে সরব দিলীপ ঘোষ। তাঁর দাবি, “পশ্চিমবঙ্গের মুসলমানরা দেশের মধ্যে সব থেকে গরিব এবং অশিক্ষিত”, এবং সংখ্যালঘুদের এই অনুন্নয়নের জন্য তিনি দায়ী করেছেন রাজ্যের শাসকদলকেই।