Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Loss Recover: শেয়ার বাজারে ডুবেছে টাকা? বেপরোয়া না হয়ে এই টিপস মাথায় রাখালেই কেল্লাফতে

Share Market Loss Recover: অফিস হোক বা সাংসারিক জীবন, নিত্য ঝক্কির এই জীবনে মাঝে মধ্যেই হাফিয়ে উঠি আমরা। প্রয়োজন হয় বিরতির। ঠিক তেমনই শেয়ার বাজারে হওয়া ক্ষতি সহ্য করতেই না হয় খানিকটা মুক্তি নিয়ে ফেলুন।

Share Market Loss Recover: শেয়ার বাজারে ডুবেছে টাকা? বেপরোয়া না হয়ে এই টিপস মাথায় রাখালেই কেল্লাফতে
খেয়াল রাখুন এই বিষয়গুলিতে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 8:43 PM

মার্কেটে পতন? মোটা অঙ্কের টাকা লাগিয়ে সহ্য করতে হয়েছে লোকসান? এমন ঘটনা শেয়ার বাজারের (Share Market) ইতিহাসে প্রথম নয়। প্রতিদিন-প্রতিনিয়ত মার্কেটের রক্ত চক্ষুর মুখে পড়েন অনেকেই। তখন আর হাত কামড়ানো ছাড়া কিছুই করার থাকে না। এ ক্ষেত্রে মনে রাখা ভাল, বিনিয়োগ করতে গিয়ে জীবনে বহুবারই বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তাবড় তাবড় বিনিয়োগকারীরাও (Investors)। কিন্তু, হাল ছাড়েনি তাঁরা। কিন্তু, অন্ধকার সময় তো ক্ষণিকের, লোকসান কাটিয়ে ফিরতে হবে মার্কেটে। রাখতে হবে মনের জোর। একইসঙ্গে কিছু সহজ জিনিস মাথায় রাখলেই বড় লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারেন। 

ট্রেডিং অ্যাকাউন্ট খালি করে ফেলুন

ট্রেডিং অ্যাকাউন্টে (Trading Account) পড়ে থাকা সমস্ত টাকা তাৎক্ষণিক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে(Bank Account) পাঠিয়ে দিতে হবে। সাধারণভাবে, বড় অঙ্কের লোকসান সহ্য না করতে পেরে অধিকাংশ মানুষ আরও টাকা লাগিয়ে নেমে পড়েন ‘রিভেঞ্জ ট্রেডিং’-এ। নতুন করে লাভ তুলতে বেপরোয়া হয়ে ওঠেন অনেকেই। যা, আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে বিনিয়োগকারীর জন্য। তাই একবার ডুবলে, কিছু সময়ের জন্য আর ডুব নয় শেয়ার মার্কেটে। 

কিছু দিনের বিরতি

অফিস হোক বা সাংসারিক জীবন, নিত্য ঝক্কির এই জীবনে মাঝে মধ্যেই হাফিয়ে উঠি আমরা। প্রয়োজন হয় বিরতির। ঠিক তেমনই শেয়ার বাজারে হওয়া ক্ষতি সহ্য করতেই না হয় খানিকটা মুক্তি নিয়ে ফেলুন। বন্ধ থাক ট্রেডিং। মন ঠান্ডা করে দিন-পাঁচেক পর আবার নেমে পড়ুন যুদ্ধের ময়দানে।

নেমে পড়ুন রহস্য উন্মোচনে

কেন হটাৎ ক্ষতির সম্মুখীন হলেন? ভুল শেয়ারে লগ্নি নাকি ভুল সময়ে? বিপদের কোন বেড়াজালে খুইয়ে ফেললেন এতগুলো টাকা? নেমে পড়ুন রহস্যের সন্ধানে। জানার চেষ্টা করুন ভুলটা কোথায়। এ প্রসঙ্গে শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলেন, লোকসানের পিছনে থাকে মূলত ৩টি কারণ। প্রথমত, সিস্টেমের ব্যর্থতা, দ্বিতীয়ত শিক্ষার অভাব, তৃতীয়ত আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা। এই তিন কারণেই একবার লোকাসানের মুখে পড়ে শিক্ষা নেন না অনেকেই। সহজ কথায়, বিরতি নিন, নিজেকে সময় দিন। জানার চেষ্টা করুন, কোন ফাঁদে পড়ে সম্মুখীন হয়েছেন লোকসানের। পরের বার আর শক্তপোক্ত পরিকল্পনা তৈরি করুন। ভাল করে গবেষণা করুন, যাচাই করুন প্রতিটি তথ্য, আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে বিনিয়োগ করার চেষ্টা করুন। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।