Astro Tips: ভুলেও এই ৬ জিনিসের উপর পা দেবেন না! হতে পারে মারাত্মক ক্ষতি, ভাগ্য বদলে হবে দুর্ভাগ্য

Spirituality: সনাতন ধর্মে পাপ ও পুণ্য নিয়ে নানা তথ্য দেওয়া রয়েছে। ধর্মমতে, বিভিন্ন জায়গার নানা গুরুত্ব রয়েছে। তাই কথায় কথায় যেখানে-সেখানে পা তুলে বসে থাকা যায় না। শাস্ত্রমতে, এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে, যেগুলিতে পা দিয়ে স্পর্শ করা অত্যন্ত পাপের ভাগিদার হতে পারেন।

Astro Tips:  ভুলেও এই ৬ জিনিসের উপর পা দেবেন না! হতে পারে মারাত্মক ক্ষতি, ভাগ্য বদলে হবে দুর্ভাগ্য
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 4:05 PM

সব কিছুর ভাল-মন্দ দিক রয়েছে। হিন্দুধর্ম অনুসারে, এমন অনেক জিনিস রয়েছে, যেগুলি দেব-দেবীর স্থান দেওয়া রয়েছে। তাই নানা স্থানে যা খুশি রাখাও যেমন যায় না, তেমনি কাজে -অকাজে বিভিন্ন বস্তু বা প্রাণির উপর বসা বা পা রাখা যায় না। সনাতন ধর্মে পাপ ও পুণ্য নিয়ে নানা তথ্য দেওয়া রয়েছে। ধর্মমতে, বিভিন্ন জায়গার নানা গুরুত্ব রয়েছে। তাই কথায় কথায় যেখানে-সেখানে পা তুলে বসে থাকা যায় না। শাস্ত্রমতে, এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে, যেগুলিতে পা দিয়ে স্পর্শ করা অত্যন্ত পাপের ভাগিদার হতে পারেন। পদ্মপুরাণেও এই তথ্যের ব্যাখ্যা করা হয়েছে। শাস্ত্রমতে, কোন কোন জিনিসগুলিতে পা দিয়ে স্পর্শ করা নিষিদ্ধ।

১. শঙ্খের খোল

বিশেষজ্ঞের মতে, দেবতারা প্রতিটি কণায় বিরাজ করেন। পৃথিবীর মাটিতে আমরা যে চলাফেরা করি, তাও পবিত্র। কারণ হিন্দুধর্মে মাটিকে মায়ের স্থান ও মর্যাদা দেওয়া হয়েছে। শঙ্খ সামনে থাকলে কখনওই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। সাধাণত, দেবী লক্ষ্মী বিরাজ করেন শঙ্খের মধ্যেও। শঙ্খে পা দিলে পা যেমন কেটে যেতে পারে, তেমনি আর্থিক ক্ষতিও হতে পারে আপনার।

২. গরু

সনাতন ধর্মে গরুকে দেবী রূপে  পুজো করা হয়। প্রিয় প্রাণি হলেও কখনওই গরুর ওপর পা রাখা উচিত নয়। গরুতে পা রাখলে বুদ্ধি ভ্রষ্ট হয়।

৩. ঝাড়ু

ঝাড়ুও হল দেবী লক্ষ্মীর এক অন্যতম প্রতীক। তাই কখনই পা স্পর্শ করা উচিত নয়। ঝাড়ু দারিদ্র দূর করে, কারণে এতে দেবী লক্ষ্মী বিরাজ করে থাকেন।

৪. পিতলের পাত্র

পিতলের পাত্র সূর্যের প্রতিনিধিত্ব করে, তাই কখনওই এই পাত্রে পা রাখা উচিত নয়। এতে কুণ্ডলীতে চন্দ্র দুর্বল হয়ে যেতে পারে।

৫. তুলসী পাতা

সনাতন ধর্মে তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে ও এটি পূজাযোগ্য। তুলসী পাতা কখনওই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন।

৬. খাদ্য ও পানীয়

খাবারের যে কোনও জিনিসের উপর পা দেওয়া নিষিদ্ধ। খাবারের এককোণার উপরও পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এ ছাড়া পুজো বা যজ্ঞের সামগ্রী কখনও পা দিয়ে স্পর্শ করা উচিত নয়।