Holi 2023: ব্যবসায় লোকসান থেকে গৃহে অর্থকষ্ট! ভাগ্য ফেরাতে হোলির দিন ভুলেও এই ৫ কাজ নয়
Mistake on Holi: হোলির দিনে আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে আর্থিক অবস্থা খুব খারাপ হতে পারে। হোলির দিনে কী কী ভুল এড়িয়ে চলা উচিত, তা জেনে নিন এখানে...
হিন্দু ধর্মে হোলির গুরুত্ব ও তাত্পর্য রয়েছে অনেকটাই। তাই সারা বছর ধরে এই রঙিন উত্সবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষজন। আর এই হোলি শুধু আনন্দ ও উদযাপনের উত্সব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ। জ্যোতিষশাস্ত্রে হোলির দিনটি অত্য়ন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষত হোলির দিন মন্দ বা অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় লাভ করার উত্সব। এবছর ৮ মার্চ পালিত হবে এই রঙিন উত্সব। রঙ ও আবির নিয়ে নানা রঙে রঙিন হতে এই দিনটির জন্য প্রস্তুতি শুরু করে দেন কৌতূহলীরা। এদিন অনেকেই অজান্তে নানা ভুলভ্রান্তির কাজ করে থাকেন। খাওয়া, দাওয়া, ঠান্ডাই ও রঙিন ছোঁয়ায় এইদিনটি সকলের জীবনে বিশেষ হয়ে ওঠে। তাই জেনে-বুঝে এমন কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, যার পরিণতি চরম আকার ধারণ করতে পারে। হোলির দিনে আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে আর্থিক অবস্থা খুব খারাপ হতে পারে। হোলির দিনে কী কী ভুল এড়িয়ে চলা উচিত, তা জেনে নিন এখানে…
– হোলির দিন সকালে স্নান করে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে রঙ নিবেদন করুন। এ দিন সকালে সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে যেন ভুলবেন না। আপনি যখন হোলি খেলবেন, তখন প্রসাদ হিসাবে বিবেচনা করে শ্রী কৃষ্ণকে দেওয়া রঙ ব্যবহার করতে ভুলবেন না।
– হোলির রঙ পরিষ্কার করার সময় বাড়ির মন্দির পরিষ্কার করার সময় মনে রাখবেন মন্দিরের পুরনো মূর্তি এখানে-ওখানে ভাসিয়ে দেবেন না। পবিত্র নদীতে প্রবাহিত হতে দিন। এমনটা করলে আপনার জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। পরিবারে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
– বিশ্বাস করা হয় যে দীর্ঘক্ষণ ঘুমালে ঘরে দারিদ্র্য নেমে আসে। হোলির দিনে একেবারেই দেরি করে ঘুমাবেন না। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হোন ও আর্থিক সমস্যায় পড়তে হয়। অন্যদিকে, যারা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করেন, ভগবান নারায়ণ তাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন।
– ভুল করেও হোলির দিনে কোনও বড়দের অপমান ও অন্যায় আচরণ করবেন না। বিশ্বাস করা হয় যে হোলির দিনে গুরুজনদের আশীর্বাদ পেলে জীবনে উন্নতি হয় ও সুখ-সৌভাগ্য লাভ হয়। হোলির দিনে বড়দের নির্দেশও মেনে চলতে হবে।
– সম্ভব হলে হোলির দিনে সাদা রঙের খাবার খাওয়া এড়িয়ে চলুন। বিশ্বাস করা হয় যে এ দিনে সাদা রঙ ব্যবহার করলে নেতিবাচক শক্তি আকর্ষণ করে। এছাড়া হোলিকা জ্বালানোর সময় আশ্বত্থ ও আম গাছের কাঠ ব্যবহার করা উচিত নয়।
– হোলির দিনে টাকা লেনদেন করাও এড়িয়ে চলা উচিত। এই দিনে কারোর কাছ থেকে ধার নেবেন না, কাউকে ধার দেবেনও না। এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন ও আর্থিক ক্ষতি হতে পারে।