Janmashtami 2023: জন্মাষ্টমীতে তুলসী ব্যবহার করার সময় এই ভুল করলেই রেগে যান কেষ্টঠাকুর! কারণটা কী?

Tulsi Plant: ধর্মমতে, তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো করা যেমন অসম্পূর্ণ ঠিক তেমনি শ্রীকৃষ্ণের কাছে তুলসি অত্যন্ত প্রিয়। তাই পুজো ও ভোগে তুলসী পাতা দেওয়া হয়।

Janmashtami 2023: জন্মাষ্টমীতে তুলসী ব্যবহার করার সময় এই ভুল করলেই রেগে যান কেষ্টঠাকুর! কারণটা কী?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 1:37 PM

সারাদেশ জুড়ে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। সনাতন হিন্দুধর্মে কৃষ্ণকে পরম পুরুষোত্তম ঈশ্বর রুপে পুজো করা হয়। পুরাণ অনুযায়ী শ্রীহরি বিষ্ণুর অষ্টম অবতার রূপে মর্ত্যে আর্বিভাব ঘটেছিল। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্মোত্‍সব পালন করা হয়। সনাতন ধর্ম মতে, বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব হলেও বর্তমানে ঘরে ঘরে গোপালের পুজো করা হয়। জন্মাষ্টমী বিশেষভাবে মথুরা ও বৃন্দাবনে ধুমধাম করে পালন করা হয়ে থাকে। এদিন বিশেষ রীতি-আচার মেনে কৃষ্ণের পুজো করা হয়। তাই বেশ কিছু সামগ্রী ও আয়োজনের প্রয়োজন হয়ে থাকে। কৃষ্ণপুজোয় তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এদিনে তুলসী ব্যবহার করার সময় এই ভুলগুলি একেবারেই ভুলগুলি করবেন না।

ধর্মমতে, তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো করা যেমন অসম্পূর্ণ ঠিক তেমনি শ্রীকৃষ্ণের কাছে তুলসি অত্যন্ত প্রিয়। তাই পুজো ও ভোগে তুলসী পাতা দেওয়া হয়। জন্মাষ্টমীতে তুলসী ব্যবহার করার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচি।

– জন্মাষ্টমীর দিনেও তুলসী পুজো করা হয়। তবে মাথায় রাখবেন, সন্ধ্যের সময় তুলসী গাছ ও পাতা স্পর্শ করা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রদ্ধ হয়ে যান। কারণ তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন ও সূর্যোদয়ের পর তুলসী স্পর্শ করা নিষিদ্ধ।

– তুলসী পুজোর সময় মহিলাদের চুল খোলা রাখা উচিত নয়। তাই তুলসীর আরাধনা করার সময় চুল বেঁধে বা মাথা ঢেকে রাখুন।

– তুলসী পুজোর সময় পরিক্রমার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তুলসীকে জল দেওয়ার পর তিনবার প্রদক্ষিণ করতে ভুলবেন না যেন। দেব-দেবী আরাধনাও প্রদক্ষিণের পর অবশ্যই তুলসীর কাছে ঘির প্রদীপ জ্বালান।

– জন্মাষ্টমীর দিনটি তুলসীকে নতুন ও লাল ওড়না নিবেদনের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজ তুলসী পুজোয় ওড়না নিবেদন করলে বার বার পরিবর্তন করবেন না। অন্যান্য দেবতাদের মতো ঘন ঘন তুলসীর কাপড় পরিবর্তন করার কোনও নিয়ম নেই। শুধুমাত্র জন্মাষ্টমী, তুলসী বিভা বা বিশেষ উৎসব ইত্যাদিতে তুলসী গাছের উপর ওড়না পরিবর্তন করা উচিত।