Janmashtami 2023: আর্থিক সঙ্কট থেকে বাঁচতে কেষ্ট ঠাকুরের জন্মতিথিতে ঘরে আনুন কৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিস!
Peacock Feathers: সারা বছর এ দিনের জন্য অপেক্ষা করে থাকেন। বাডির দুরাবস্থা কাটাতে পুজো-পার্বণ ও আচার অনুষ্ঠান লেগেই থাকে বাঙালির ঘরে ঘরে।
এবছর দারুণ সুযোগ। ক্যালেন্ডার অনুসারে, এবার ৬ ও ৭ সেপ্টেম্বর পালিত হতে চলেছে জন্মাষ্টমী উৎসব। অনেকেই গোপালঠাকুরকে নিজের সন্তানের মতো সেবা করে থাকেন। সারা বছর এ দিনের জন্য অপেক্ষা করে থাকেন। বাডির দুরাবস্থা কাটাতে পুজো-পার্বণ ও আচার অনুষ্ঠান লেগেই থাকে বাঙালির ঘরে ঘরে। আর এবছর জন্মাষ্টমীতে ৬ শুভযোগ যুক্ত হতে চলেছে। ফলে ভক্তরা যে যে কাজ বা মনের ইচ্ছে রয়েছে, তা এই সময়েই পূরণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, ঘরের অর্থ সঙ্কট থেকে মুক্তি পেতে এদিন ময়ূরের পালক দিয়ে ৩ বিশেষ প্রতিকার মেনে চললে ভাগ্য হবে সোনার মতো উজ্জ্বল।
রাত পোহালেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী উৎসব। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে এই উৎসব পালিত হয়। এবার এই উৎসব পালিত হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান বিষ্ণু ভক্তদের জীবন রক্ষার জন্য কৃষ্ণ রূপে মর্ত্যে উদয় হয়ছিলেন। বাঁশি ও ময়ূরের পালক হল কৃষ্ণের প্রিয় জিনিস। জন্মাষ্টমীতে ময়ূরের পালক মাধ্যমে মাত্র ৩ বিশেষ ব্যবস্থা করলে স্বাস্থ্য, সমৃদ্ধি ও সম্মান পাওয়া যাবে হাতে-নাতে।
জন্মাষ্টমীতে ময়ূরের পালকের প্রতিকার
রাহু-কেতুর প্রভাব
অনেক সময় এমনচা হয় যে কাজই করুন না কেন, সেই কাজে বার বার বাধা আসতেই থাকে। সেই কাজ কিছুতেই সম্পূর্ণ হতে পারে না নানা কারণে। যদি চাকরি বা ব্যবসায় সাফল্য না পান তাহলে এর পিছনে রয়েছে রাহু-কেতুর হাত। কুণ্ডলীতে রাহু-কেতুর দোষ থাকলে তা এই ত্রুটি দূর করতে, জন্মাষ্টমীর দিন শোওয়ার ঘরের পশ্চিম দিকে ময়ূরের পালক ব্যবহার করতে পারেন। এর ফলে এই দুই নিষ্ঠুর গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় ও কাজ সম্পূর্ণ হতে পারে।
বাস্তু দোষ দূর করার প্রতিকার
কোনও বাড়িতে বাস্তু দোষ থাকলে সেখানে নানা সমস্যা শুরু হয়। এমন বাড়িতে বসবাসকারী প্রত্যেকেই প্রায়শই সমস্যায় পড়েন। এই অভাব কাটিয়ে উঠতে, জন্মাষ্টমীতে বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসতে পারেন। এর পরে, কৃষ্ণের সঙ্গে ময়ূরের পালকের পূজা করুন। এই ময়ূরের পালক বাড়ির পূর্ব দিকে রেখে দিতে পারেন। এর ফলে ঘরের বাস্তু দোষ দূর হয় নিমেষে।
অর্থ সংকট কাটিয়ে ওঠার উপায়
যারা আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন তারা জন্মাষ্টমীতে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এদিনে আচার অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। সেই সঙ্গে পূজা ঘরে ময়ূরের পালক রেখে ২১ দিন পূজা করুন। এরপরে, ২১ দিনে সেই ময়ূরের পালকগুলি নিরাপদে রেখে দিতে পারেন। এতে করে ঘরে সমৃদ্ধি থাকে ও অর্থের প্রবাহ বৃদ্ধি পায়।