Karwa Chauth 2022: করবা চৌথে নববিবাহিতাদের এই বছর উপোস করার দরকার নেই কেন?

Karwa Chauth Fast: শুক্র অস্ত বা শুক্রের দহনের কারণে এই বছর সদ্য বিবাহিত এবং প্রথমবারের জন্য যাঁরা করবা চৌথ ব্রত পালন করতে চলেছেন, তাঁদের উপোস করার প্রয়োজন নেই। প্রশ্ন হল কেন?

Karwa Chauth 2022: করবা চৌথে নববিবাহিতাদের এই বছর উপোস করার দরকার নেই কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 8:10 AM

হিন্দু ধর্মে করবা চৌথ অত্যন্ত পবিত্র এক উৎসব। প্রত্যেক বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গলকামনায় ও সুস্থ জীবনের উদ্দেশ্যে এই ব্রত পালন করেন। সাধারণত সারাদিন উপবাস করে থাকতে হয় এই ব্রতে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে করচৌথ উপবাস পালন করা হয়। এই বছর, করবা চৌথ ব্রত পালন করতে হবে ১৩ অক্টোবর বৃহস্পতিবার। অথচ জানলে অবাক হবেন, এই বছর সদ্য বিবাহিতরা যদি উপবাস করেন তাহলে তা বিবাহিত জীবনে দুর্ভাগ্য বয়ে আনতে পারে! এমনকী প্রথমবারের জন্যও যদি ব্রত পালন করার চেষ্টা করেন তাহলেও উপোস করলে তা অশউভ বলেই প্রমাণিত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে শুক্র দহনের কারণেই উপোস করা উচিত হবে না। চলতি ভাষায় শুক্র দহনকে বলা হয় ‘শুক্র অস্ত’। তাই প্রথমবারের জন্য ব্রত পালন করতে চলেছেন কিংবা সদ্য বিবাহিত মহিলাদের করবা চৌথ ব্রত পালনের সময় উপোস করতে নিষেধ করা হচ্ছে। শুক্র অস্ত যাওয়ার প্রভাব থাকবে ২০ নভেম্বর পর্যন্ত। জ্যোতিষীরা বলছেন, শুক্র গ্রহ হল প্রেম, বিবাহ, আনন্দ এবং আবেগের গ্রহ। এই কারণে যে সকল মহিলা বিয়ের পর প্রথমবারের জন্য ব্রত পালন করতে চলেছেন, তাঁদের উপোস করতে নিষেধ করা হচ্ছে। তবে জ্যোতিষীরা বলছেন, যে সকল ব্যক্তি গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর জীবনের ভালোমন্দয় বিশ্বাস করেন, তাঁদের উচিত ২০ নভেম্বর অবধি কোনও শুভ কাজ শুরু না করা। উদাহরণ হিসেবে বিয়ে, উপনয়ন, গৃহ প্রবেশের মতো শুভ কর্মের কথা বলা যায়। কারণ হিন্দু ধর্মে এই ধরনের কাজের জন্য তিথি ও নক্ষত্রের অবস্থান অত্যন্ত জরুরি বিষয়।

করবা চৌথ ব্রত পালন করা হয় চাঁদের দিকে তাকিয়ে ও উপবাস রক্ষা করে। বহু ভারতীয় বাড়িতে, বিবাহিত মহিলারা করবা চৌথ ব্রত পালন করেন ও করবা চৌথ মাতার কাছে আশীর্বাদ চান তাঁর স্বামীর লম্বা আয়ুর জন্য। চলতি বছরে অক্টোবর মাসের ১৩ তারিখে পালিত হবে করবা চৌথ। ১৩ তারিখ বৃহস্পতিবার রাত ১টা ৫৯ মিনিটে তিথি শুরু হবে ও শেষ হবে ১৪ তারিখ শুক্রবার ভোর ৩টা ৮ মিনিটে। তবে হ্যাঁ, উপবাস করতে না হলেও কতকগুলি নিয়ম অবশ্যই পালন করা দরকার।