Kartik Mass 2022: কোন মাসে প্রতিদিন তুলসী পুজো করলে লক্ষ্মী-বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয়, জানা আছে?
Tulsi Puja Tips: তুলসী গাছে ভগবান বিষ্ণুর বাস। তিনি প্রসন্ন হলে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর আশীর্বাদও বর্ষিত হয়। কার্তিক মাসে শুদ্ধ হতে পবিত্র নদীতে স্নান করলেও পূণ্য পাওয়া যায়।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আশ্বিন শেষ হয়ে কার্তিক মাসে পড়েছে। হিন্দু মতে, প্রতিটি মাসই বিশেষ তাত্পর্য রয়েছে। তবে কার্তিক মাস প্রতিটি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মাসের কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। হিন্দু ক্য়ালেন্ডার অনুসারে, ১০ অক্টোবর থেকে কার্তিক মাস শুরু হয়েছে। হিন্দুমতে, এই মাসটি অত্যন্ত পবিত্র বলে মানা করা হয়। করওয়া চৌথ, দীপাবলি, গোবর্ধন পূজা, ভাইফোঁটা, কালীপুজোর মত গুরুত্বপূর্ণ উত্সবগুলি এই মাসে পালিত হয়। কথিত আছে, কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর প্রিয় মাস বলা হয়। এই সময় তুলসী পুজোর বি্শেষ তাত্পর্য রয়েছে। মনে করা হয়, তুলসী গাছে ভগবান বিষ্ণুর বাস। তিনি প্রসন্ন হলে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর আশীর্বাদও বর্ষিত হয়। কার্তিক মাসে শুদ্ধ হতে পবিত্র নদীতে স্নান করলেও পূণ্য পাওয়া যায়। কার্তিক মাসের কিছু নিয়ম মেনে চললে বিষ্ণু ও লক্ষ্মী আপনার উপর কৃপা বর্ষণ করেন বলে মনে করা হয়।
কার্তিক মাসের বিশেষ নিয়ম
– কার্তিক মাসে প্রতিদিন তুলসী পুজো করা শুভ বলে মনে করা হয়। কারণ তুলসীকে ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয়। তুলসী পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়।
– কার্তিক মাসে তুলসী পুজোর নিয়ম মেনে চললেও ভুলেও রবিবার, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী ও সংক্রান্তিতে তুলসী পাতা ভাঙা উচিত নয়।
– কার্তি মাসের তুলসী পুজো করা সময় কোন দিকে আপনার অবস্থান হওয়া উচিত, তা জেনে নেওয়া উচিত। ধর্ম পুরাণ অনুযায়ী, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা ভাঙা উচিত নয়। এছাড়াও তুলসী পাতা ভাঙার পরে অবশ্য়ই দুহাতে তালি মারতে হবে।
– কার্তিক মাসে প্রতিদিন তুলসী পুজো করলে মনে রাখবেন স্নান করে অবশ্যই পরিস্কার ও শুদ্ধ কাপড় পরতে হবে। তবেই তুলসী পুজো ও তুলসী পাতা ছিঁড়তে পারবেন।
– স্নান না করে তুলসী গাছের কাছে যাওয়াও উচিত নয়। এর জেরে পুজো নিষ্ফল হতে পারে। কার্তিক মাসে পুজোর পর তুলসী পাতা নিজে থেকে ভেঙে বা ঝরে পড়লে তা খুবই শুভ বলে মনে করা হয়।