Radha Ashtami 2023: রাধাষ্টমীর এই শুভসময়ে পুজো করলেই হু হু করে বাড়বে সুখ-শান্তি ও সৌভাগ্য!
Hindu Rules: এবছর এই বিশেষ তিথিতে অনেক শুভ ও বিশেষ ঘটনা ঘটতে চলেছে। এই শুভ তিথিতে উপবাস ও ব্রত পালন করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিনেই সৌভাগ্য যোগ গঠিত হওয়ায় উপবাসকারীদের ভাগ্যও খুলে যেতে পারে। সৌভাগ্যের বাতাবরণ আসতে পারে ভক্তদের মধ্যে।
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয়। এই বছর, ক্যালেন্ডার দেখলে বোঝা যাবে, রাধাষ্টমী পালিত হচ্ছে শনিবার, ২৩ সেপ্টেম্বর। কৃষ্ণের জন্মদিন যেমন পালন করা হয়, তেমনি কৃষ্ণের প্রিয়তমাকেও বিশেষ আচার মেনে পুজো করার নিয়ম রয়েছে। দেশের সর্বত্র এই পুজোর প্রস্তুতি চোখে পড়লেও বরসানাতে ধুমধাম করে পালিত হচ্ছে এই বিশেষ তিথি। শনিবার,তার উপর আজকের দিনটি বিস্ময়কর ও ঐশ্বরিকও বটে। সাধারণত, দেবী রাধা ও শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী অষ্টমী তিথিতে পালিত হয়। জন্মাষ্টমীর ঠিক ১৫দিনের মাথায় রাধারাণীর জন্মতিথি পালন করা হয়। পঞ্চাঙ্গ যদি দেখা যায়, তাহলে কৃষ্ণপক্ষে ভাদ্রমাসের অষ্টমীতে শ্রী কৃষ্ণের জন্মদিন পালন করা হয়, আর রাধার জন্মদিন পালন করা হয় শুক্লপক্ষের অষ্টমী তিথিতে।
এ বছর, ভাদ্র শুক্লা অষ্টমী তিথি শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৩৮ মিনিট থেকে। আর অষ্টমী তিথি শেষ হবে ২৩শে সেপ্টেম্বর দুপুর ১২.১৮ মিনিটে। ব্রহ্মবৈবর্ত পুরাণের দেবী রাধার জন্মের উপাখ্যানে উল্লেখ রয়েছে, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে সোমবার দুপুর ১২ টায় রাধার জন্ম হয়েছিল। তাই সোমবার এই তিথি পড়লে তার গুরুত্ব অন্য মাত্রা পায়। শাস্ত্রেও উল্লেখ রয়েছে, রাধার জন্মকালের সময় মাথায় রেখেই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির দুপুর ১২টার সময় পড়ে, আর সেই সময়ই রাধাষ্টমীর উপবাস ও উৎসব পালন করা হয়। সেই সময়ের হিসেব অনুযায়ী, এ বছর রাধাষ্টমী পালিত হবে ২৩ সেপ্টেম্বর শনিবার। কারণ এদিন অষ্টমী তিথি শুরু হবে দুপুর ১২টায়।
পুজো করার সবচেয়ে শুভ সময়
পঞ্চাঙ্গ গণনা অনুসারে রাধাষ্টমীর পুজোর সর্বোত্তম সময় হল সকাল ১১টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ১৭ মিনিট পর্যন্ত। এ সময় থাকবে অভিজিৎ মুহুর্ত ও অষ্টমী তিথি শেষ হবে বেলা ১২টা ১৮ মিনিটে। তাই এইসময়ই দেবী রাধার পূজা করা সর্বোত্তম ও এর মাধ্যমে ভক্তের সব ইচ্ছেপূরণ হতে পারে। এছাড়াও এদিন সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ১১ মিনিট পর্যন্ত থাকবে লাভ চোগদিয়া। এই সময়েও বিশেষ আচার-নীতি মেনে রাধার আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এবছর এই বিশেষ তিথিতে অনেক শুভ ও বিশেষ ঘটনা ঘটতে চলেছে। এই শুভ তিথিতে উপবাস ও ব্রত পালন করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিনেই সৌভাগ্য যোগ গঠিত হওয়ায় উপবাসকারীদের ভাগ্যও খুলে যেতে পারে। সৌভাগ্যের বাতাবরণ আসতে পারে ভক্তদের মধ্যে। পাশাপাশি এবার রাধাষ্টমীতে রবি যোগও গঠিত হয়েছে, যার ফলে ভক্তদের জীবনে থাকা সমস্ত বাধা দূর হয়ে যেতে পারে। থাকবে না কোনও দুঃখ-কষ্টও। এদিন যে কোনও শুভ কাজই করুন না কেন, তাতে লাভ ও সাফল্য , উভয়ই পূর্ণ হতে পারে বলে মনে করা হয়।