Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

YiPPee! লঞ্চ করেছে তাদের নতুন প্রচার অভিযান ‘YiPPee! Toss’

YiPPee: নেটের দুনিয়ায় সবাই ভাবছে ক্রিকেটাররা কী নিয়ে 'টস' করছে। এটা হল Sunfeast YiPPee!-এর একটি প্রচার। Sunfeast YiPPee!-এর ইনস্টাগ্রাম সমস্ত কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছে ‘YiPPee Toss’ হল তাদের সর্বশেষ প্রচার অভিযান।

YiPPee! লঞ্চ করেছে তাদের নতুন প্রচার অভিযান 'YiPPee! Toss'
Follow Us:
| Updated on: Jun 11, 2024 | 1:10 PM

চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ। বাতাসে ক্রিকেটের হাওয়া। এরই মধ্যে জাসপ্রীত বুমরাহ ও সূর্য কুমার যাদব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন ‘The Toss’। খেলোয়ারদের সহধর্মিণীরাও এই পোস্টটি করায় আরও কৌতূহল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করেছেন এবং জানতে চাইছেন “What is the Toss all about?” (এই টস কী?) পোস্টটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে কল্পনা-জল্পনা ছড়িয়েছে এবং লক্ষাধিক ভিউও হয়েছে। এর জেরেই ভাইরাল রয়েছে পোস্টটি।

নেটের দুনিয়ায় সবাই ভাবছে ক্রিকেটাররা কী নিয়ে ‘টস’ করছেন। এটা হল Sunfeast YiPPee!-এর একটি প্রচার। Sunfeast YiPPee!-এর ইনস্টাগ্রাম সমস্ত কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছে ‘YiPPee Toss’ হল তাদের সর্বশেষ প্রচার অভিযান।

ITC Ltd-এর ইনস্ট্যান্ট নুডলস ও পাস্তার ব্র্যান্ড Sunfeast YiPPee! নতুন প্রচার অভিযান শুরু করেছে, যেখানে ফিচার করা হয়েছে রাহুল দ্রাবিড়, জাসপ্রীত বুমরাহ ও সূর্য কুমার যাদবের মতো ভারতের জনপ্রিয় ক্রিকেটারদের। এই মজাদার প্রচার অভিযানটি ক্রিকেটারদের জনপ্রিয়তাকে আরও প্লেফুল ফ্যাশনে এবং YiPPee নুডলসের লম্বা ও নন-স্টিকির মতো অনন্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে।

সম্প্রতি লঞ্চ হওয়া TVC দেখায় যে, প্রতিদিনের আড্ডা, মজাগুলো YiPPee নুডলস ব্যবহার করে দ্রাবিড়, বুমরাহ ও ‘SKY’ ঠিক করছেন। তাঁরা কীভাবে ‘YiPPee Toss’ ব্যবহার করছেন মজা ও আড্ডার মাঝে। এটা ব্র্যান্ডের মূল ইউএসপি লং ও নন-স্টিকি নুডলস নিয়ে মজাদার খেলা। প্রচার অভিযানটি YiPPee!-কে ‘ভারতের পছন্দ’ হিসেবে তুলে ধরে।

স্ন্যাকস, নুডলস ও পাস্তা, ফুড বিজনেস ITC Ltd-এর সিওও কবিতা চতুর্বেদী এই প্রচার অভিযান সম্পর্কে বলেন, “ভারতে ক্রিকেট হল ইমোশন এবং আমাদের ভোক্তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য খেলা ও YiPPee! নুডলসের স্বাদকে একত্রিত করার মতো ভাল উপায় আর কী হতে পারে। এই প্রচার অভিযানটি আমাদের ব্র্যান্ডের এনার্জি এবং বন্ধু ও পরিবারের সঙ্গে এক বাটি YiPPee! খাওয়ার আনন্দকে উদযাপন করে।”

ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ বলছেন, “এটি একটি খুব মজাদার  প্রচার অভিযান এবং আমরা অনেক মজা করেছি। যদি কোনও বিবাদ মীমাংসার একটি উপায় আছে, এটি YiPPee!-এর মাধ্যমে হয়।”

সূর্য কুমার যাদব বলেছেন, “আমি এই প্রচার অভিযানের অংশ হতে পেরে আনন্দিত কারণ এটি মাঠে ও মাঠের বাইরে আমাদের বন্ধুত্বকে পুরোপুরি প্রতিফলিত করে। YiPPee! আমাদের আড্ডা, মজাকে মীমাংসা করাকে অনেক সহজ করে দিয়েছে।”

রাহুল দ্রাবিড় বলেছেন, “এই ক্যাম্পেইনে বুমরাহ এবং SKY-এর সঙ্গে কাজ করার সময় আমার খুব ভাল সময় কেটেছে। আমরা আনন্দদায়ক কিছু তৈরি করেছি এবং আমি আশা করি সবাই এটি পছন্দ করবে।”