করোনা আক্রান্ত টেস্ট দলে ১০ ক্রিকেটার

করোনার দ্বিতীয় ঢেউ চলছে দক্ষিণ আফ্রিকায়। তারই ফল ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়া। বলছেন দক্ষিণ আফ্রিকা বোর্ডের কর্তারা।

করোনা আক্রান্ত টেস্ট দলে ১০ ক্রিকেটার
বন্ধ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট। ছবি সৌজন্যে - টুইটার (সিএসএ)
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 1:48 PM

TV9 বাংলা ডিজিটাল – করোনার ধাক্কায় বেসামাল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। একাধিক ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায়, মাঝ পথেই বাতিল হয়েছে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু করোনার থাবা যে গভীরে তার প্রমাণ টেস্ট দলের ১০ (10) জন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়া। কোভিড (covid 19) আতঙ্কে এবার তাই সংশয়ে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর।

আরও পড়ুন – নাটকের মঞ্চে এবার ইস্টবেঙ্গলের জাতীয় লিগজয়ী অধিনায়ক!

১০ জন ক্রিকেটারই করোনা আক্রান্ত হয়েছে ঘরোয়া ক্রিকেটের ম্যাচে। পাঁচ জন আক্রান্ত হয়েছেন ডলফিন ও টাইটান্স ম্যাচে। প্রথম দিনের খেলার পরই বন্ধ হয়ে যায় সেই ম্য়াচ। আরও পাঁচ জন আক্রান্ত হয়েছেন ইগলস ও লায়ন্স ম্যাচে। সেই ম্যাচের তৃতীয় দিন লায়ন্স দলের এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও খেলা বন্ধ করা হয়নি।

আরও পড়ুন – ২৪৪ রানে শেষ কোহলিদের প্রথম ইনিংস

ডিসেম্বরের ২৬ তারিখ থেকে সেঞ্চুরিয়ানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকার। শনিবার থেকেই টেস্ট দলের সদস্যেদের শিবিরে যোগ দেওয়ার কথা। ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ো-বাবলে প্রবেশ করার আগে ক্রিকেটারদের আবার করোনা পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ হলেই সিরিজে অংশ নিতে পারবেন তারা। এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট। আপাতত ছুটিতে সব ক্রিকেটার।