২৪৪ রানে শেষ কোহলিদের প্রথম ইনিংস
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৪ আর প্যাট কামিন্স ৩ উইকেট নেন।
TV9 বাংলা ডিজিটাল: অ্যাডিলেডে পিঙ্ক টেস্টের দ্বিতীয় দিন সকালেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। গতকালের রানের সঙ্গে মাত্র ১১ রান যোগ করে টিম ইন্ডিয়া। ১১ রানে শেষ ৪ উইকেট হারায় কোহলি ব্রিগেড। দিনের তৃতীয় বলেই অশ্বিনকে ফেরান কামিন্স। তার পরের ওভারে স্টার্কের বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন ঋদ্ধিমান সাহা। ৯৩.১ ওভারে ২৪৪ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
Pat Cummins wraps up the India innings!
The visitors are all out for 244.#AUSvIND scorecard ? https://t.co/Q10dx0r4nX pic.twitter.com/WhQMtJkrhE
— ICC (@ICC) December 18, 2020
আরও পড়ুন:নাটকের মঞ্চে এবার ইস্টবেঙ্গলের জাতীয় লিগজয়ী অধিনায়ক!
অস্ট্রেলিয়ার হয়ে ৫৩ রানে ৪ উইকেট পান মিচেল স্টার্ক। ৩ উইকেট নেন প্যাট কামিন্স। দ্বিতীয় নতুন বলে আগুন ঝরান অসি পেসাররা। ১৩.১ ওভারে মাত্র ৫১ রান দিয়ে ভারতের ৬ উইকেট তুলে নেন স্টার্ক-কামিন্সরা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন রাহানের সঙ্গে ভুল বোঝাবোঝিতে বিরাট কোহলির রান আউটটাই টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে।