CWG 2022: পদকের তালিকায় ভারতকে নতুন দিশা দেখাচ্ছে বার্মিংহ্যাম গেমস

শুটিং, আর্চারির মতো পদক-নিশ্চিত খেলাগুলো থেকে বেরিয়ে এসেও সাফল্য পাচ্ছে ভারত। আরও ভালো করে বলতে গেলে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটরা ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠছেন।

CWG 2022: পদকের তালিকায় ভারতকে নতুন দিশা দেখাচ্ছে বার্মিংহ্যাম গেমস
কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য়Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2022 | 3:57 PM

বার্মিংহ্যাম: অলিম্পিক (Olympics), এশিয়াড (Asian Games) কিংবা কমনওয়েলথ (Commonwealth Games 2022)— সব গেমসেই এতদিন স্বপ্ন দেখানোর দায়িত্বটা সামলে এসেছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁরাই কি এ বার অন্য দিশায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন ভারতীয় খেলাধুলোকে? বার্মিংহ্যাম কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। এ বারের গেমস থেকে মোট ৬১টা পদক এসেছে ভারতের। ২২টা সোনা, ১৬টা রুপো ও ২৩টা ব্রোঞ্জ। মোট ৬১ পদক নিয়ে তালিকার চার নম্বরে ভারত। অস্ট্রেলিয়া (১৭৮), ইংল্যান্ড (১৭৬) ও কানাডার (৯২) ঠিক পরেই। এই বার্মিংহ্যাম গেমসকে কেন নতুন দিশা হিসেবে দেখা হচ্ছে? কারণ, শুটিং, আর্চারির মতো পদক-নিশ্চিত খেলাগুলো থেকে বেরিয়ে এসেও সাফল্য পাচ্ছে ভারত। আরও ভালো করে বলতে গেলে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটরা ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠছেন। আর তাই নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে।

  • কমনওয়েলথ গেমসে ভারতের পদকের খাতা ১৯৩৪ সালে কমনওয়েলথ গেমসে প্রথম অংশ নেয় ভারত
  • প্রথম বার মাত্র এটা পদক এসেছিল সিডব্লিউজি থেকে
  • ১৯৬৬ সালে কিংসটন গেমসে প্রথম ১০টা পদক প্রাপ্তি
  • ১৯৯০ সালে অকল্যান্ড গেমসে ৩২টা পদক প্রাপ্তি
  • ২০০২ সালে ম্যাঞ্চেস্টার গেমসে ৬৯টা পদক প্রাপ্তি
  • ২০১০ সালে নয়াদিল্লি গেমসে প্রথম ১০১ পদক প্রাপ্তি

কমনওয়েলথ গেমসে সোনা-রুপো-ব্রোঞ্জের খতিয়ান

  • শুটিং— ৬৩টা সোনা, ৪৪টা রুপো, ২৮টা ব্রোঞ্জ সহ ১৩৫টা পদক
  • ভারোত্তোলন— ৪৬টা সোনা, ৫১টা রুপো, ৩৮টা ব্রোঞ্জ সহ ১৩৫টা পদক
  • কুস্তি— ৪৯টা সোনা, ৩৯টা রুপো, ২৬টা ব্রোঞ্জ সহ ১১৪টা পদক
  • বক্সিং— ১১টা সোনা, ১৩টা রুপো, ২০টা ব্রোঞ্জ সহ ৪৪টা পদক
  • ব্যাডমিন্টন— ১০টা সোনা, ৮টা রুপো, ১২টা ব্রোঞ্জ সহ ৩০টা পদক
  • টেবল টেনিস— ৯টা সোনা, ৫টা রুপো, ১১টা ব্রোঞ্জ সহ ২৫টা পদক
  • অ্যাথলেটিক্স— ৬টা সোনা, ১১টা রুপো, ১৫টা ব্রোঞ্জ সহ ৩২টা পদক
  • আর্চারি— ৩টে সোনা, ১টা রুপো, ৪টে ব্রোঞ্জ সহ ৮টা পদক
  • হকি— ১টা সোনা, ৪টে রুপো, ১টা ব্রোঞ্জ সহ ৬টা পদক
  • স্কোয়াশ— ১টা সোনা, ২টো রুপো, ২টো ব্রোঞ্জ সহ ৫টা পদক
  • টেনিস— ১টা সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জ সহ ৪টে পদক
  • লন বল— ১টা সোনা, ১টা রুপো সহ ২টো পদক
  • প্যারা টিটি— ১টা সোনা, ১টা ব্রোঞ্জ সহ ২টো পদক
  • প্যারা পাওয়ারলিফ্টিং— ১টা সোনা
  • জুডো— ৫টা রুপো, ৬টা ব্রোঞ্জ সহ ১১টা পদক
  • জিমন্যাস্টিকস— ১টা রুপো, ২টো ব্রোঞ্জ সহ ৩টে পদক
  • ক্রিকেট— ১টা রুপো
  • সাঁতার— ১টা ব্রোঞ্জ

যদি শেষ তিনটে গেমসের কথা ভাবা হয়, তবে ২০১৪ সালে গ্লাসগো গেমসে ৬৪টা পদক জিতেছিল ভারত। যার মধ্যে ছিল ১৫টা সোনা, ৩০টা রুপো ও ১৯টা ব্রোঞ্জ এসেছিল। পদক তালিকায় পাঁচে ছিল ভারত। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২৬টা সোনা, ২০টা রুপো, ২০টা ব্রোঞ্জ সহ ৬৬টা পদক এসেছিল। কিন্তু শেষ দু’বারই অধিকাংশ সোনা-রুপো-ব্রোঞ্জ এসেছিল শুটারদের হাত ধরে। কিন্তু সেটা এ বার হয়নি। বার্মিংহ্যাম গেমসে শুটিং ছিল না। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অন্য বারের তুলনায় এসেছে বেশি পদক। যদি শুটিং থাকত, হয়তো আবার পদক জয়ের সেঞ্চুরি করে ফেলত ভারত।