CWG 2022: পদকের তালিকায় ভারতকে নতুন দিশা দেখাচ্ছে বার্মিংহ্যাম গেমস

শুটিং, আর্চারির মতো পদক-নিশ্চিত খেলাগুলো থেকে বেরিয়ে এসেও সাফল্য পাচ্ছে ভারত। আরও ভালো করে বলতে গেলে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটরা ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠছেন।

CWG 2022: পদকের তালিকায় ভারতকে নতুন দিশা দেখাচ্ছে বার্মিংহ্যাম গেমস
কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য়Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2022 | 3:57 PM

বার্মিংহ্যাম: অলিম্পিক (Olympics), এশিয়াড (Asian Games) কিংবা কমনওয়েলথ (Commonwealth Games 2022)— সব গেমসেই এতদিন স্বপ্ন দেখানোর দায়িত্বটা সামলে এসেছেন ভারতীয় অ্যাথলিটরা। তাঁরাই কি এ বার অন্য দিশায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন ভারতীয় খেলাধুলোকে? বার্মিংহ্যাম কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। এ বারের গেমস থেকে মোট ৬১টা পদক এসেছে ভারতের। ২২টা সোনা, ১৬টা রুপো ও ২৩টা ব্রোঞ্জ। মোট ৬১ পদক নিয়ে তালিকার চার নম্বরে ভারত। অস্ট্রেলিয়া (১৭৮), ইংল্যান্ড (১৭৬) ও কানাডার (৯২) ঠিক পরেই। এই বার্মিংহ্যাম গেমসকে কেন নতুন দিশা হিসেবে দেখা হচ্ছে? কারণ, শুটিং, আর্চারির মতো পদক-নিশ্চিত খেলাগুলো থেকে বেরিয়ে এসেও সাফল্য পাচ্ছে ভারত। আরও ভালো করে বলতে গেলে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটরা ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠছেন। আর তাই নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে।

  • কমনওয়েলথ গেমসে ভারতের পদকের খাতা ১৯৩৪ সালে কমনওয়েলথ গেমসে প্রথম অংশ নেয় ভারত
  • প্রথম বার মাত্র এটা পদক এসেছিল সিডব্লিউজি থেকে
  • ১৯৬৬ সালে কিংসটন গেমসে প্রথম ১০টা পদক প্রাপ্তি
  • ১৯৯০ সালে অকল্যান্ড গেমসে ৩২টা পদক প্রাপ্তি
  • ২০০২ সালে ম্যাঞ্চেস্টার গেমসে ৬৯টা পদক প্রাপ্তি
  • ২০১০ সালে নয়াদিল্লি গেমসে প্রথম ১০১ পদক প্রাপ্তি

কমনওয়েলথ গেমসে সোনা-রুপো-ব্রোঞ্জের খতিয়ান

  • শুটিং— ৬৩টা সোনা, ৪৪টা রুপো, ২৮টা ব্রোঞ্জ সহ ১৩৫টা পদক
  • ভারোত্তোলন— ৪৬টা সোনা, ৫১টা রুপো, ৩৮টা ব্রোঞ্জ সহ ১৩৫টা পদক
  • কুস্তি— ৪৯টা সোনা, ৩৯টা রুপো, ২৬টা ব্রোঞ্জ সহ ১১৪টা পদক
  • বক্সিং— ১১টা সোনা, ১৩টা রুপো, ২০টা ব্রোঞ্জ সহ ৪৪টা পদক
  • ব্যাডমিন্টন— ১০টা সোনা, ৮টা রুপো, ১২টা ব্রোঞ্জ সহ ৩০টা পদক
  • টেবল টেনিস— ৯টা সোনা, ৫টা রুপো, ১১টা ব্রোঞ্জ সহ ২৫টা পদক
  • অ্যাথলেটিক্স— ৬টা সোনা, ১১টা রুপো, ১৫টা ব্রোঞ্জ সহ ৩২টা পদক
  • আর্চারি— ৩টে সোনা, ১টা রুপো, ৪টে ব্রোঞ্জ সহ ৮টা পদক
  • হকি— ১টা সোনা, ৪টে রুপো, ১টা ব্রোঞ্জ সহ ৬টা পদক
  • স্কোয়াশ— ১টা সোনা, ২টো রুপো, ২টো ব্রোঞ্জ সহ ৫টা পদক
  • টেনিস— ১টা সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জ সহ ৪টে পদক
  • লন বল— ১টা সোনা, ১টা রুপো সহ ২টো পদক
  • প্যারা টিটি— ১টা সোনা, ১টা ব্রোঞ্জ সহ ২টো পদক
  • প্যারা পাওয়ারলিফ্টিং— ১টা সোনা
  • জুডো— ৫টা রুপো, ৬টা ব্রোঞ্জ সহ ১১টা পদক
  • জিমন্যাস্টিকস— ১টা রুপো, ২টো ব্রোঞ্জ সহ ৩টে পদক
  • ক্রিকেট— ১টা রুপো
  • সাঁতার— ১টা ব্রোঞ্জ

যদি শেষ তিনটে গেমসের কথা ভাবা হয়, তবে ২০১৪ সালে গ্লাসগো গেমসে ৬৪টা পদক জিতেছিল ভারত। যার মধ্যে ছিল ১৫টা সোনা, ৩০টা রুপো ও ১৯টা ব্রোঞ্জ এসেছিল। পদক তালিকায় পাঁচে ছিল ভারত। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২৬টা সোনা, ২০টা রুপো, ২০টা ব্রোঞ্জ সহ ৬৬টা পদক এসেছিল। কিন্তু শেষ দু’বারই অধিকাংশ সোনা-রুপো-ব্রোঞ্জ এসেছিল শুটারদের হাত ধরে। কিন্তু সেটা এ বার হয়নি। বার্মিংহ্যাম গেমসে শুটিং ছিল না। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অন্য বারের তুলনায় এসেছে বেশি পদক। যদি শুটিং থাকত, হয়তো আবার পদক জয়ের সেঞ্চুরি করে ফেলত ভারত।

বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া