CWG 2022 Highlights, Day 7: লং জাম্পে মুরলির রুপোর পরই প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা সুধীরের
Commonwealth Games 2022 Day 7 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে ঐতিহাসিক জোড়া পদক ভারতের।
বার্মিংহ্যাম: আজ, বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সপ্তম দিন। এদিন দুটি পদক ভারতের ঝুলিতে। আরও বেশ কিছু পদক নিশ্চিত করেছে ভারত। তবে এদিনের দুটো পদকই ঐতিহাসিক। প্রথম বার কমনওয়েলথ গেমস থেকে প্যারা বিভাগে সোনা জিতল ভারত। প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনার পদক সুধীরের। তার কিছুক্ষণ আগেই লং জাম্পে ঐতিহাসিক পদক এসেছে মুরলি শ্রীশঙ্করের সৌজন্যে। বক্সিং, স্কোয়াশ থেকে শুরু করে হকি। আরও একটা দারুণ দিন কাটল ভারতের। তবে সপ্তম দিনটা মুরলি শ্রীশঙ্করের জন্যই স্মরণীয় হয়ে থাকল। ২৩ বছরের শ্রীশঙ্কর পুরুষদের বিভাগে প্রথম অ্যাথলিট হিসেবে লং জাম্পে রুপো তাঁর। এরপরই প্যারা স্পোর্টসে পদকের খাতা খুললেন সুধীর। হেভিয়েট পাওয়ার লিফটিংয়ে সোনা। বক্সিংয়ে অমিত পাঙ্ঘাল, জেসমিন ল্যাম্বোরিয়া, সাগর অহলত, রোহিত টোকাস পদক নিশ্চিত করলেন। ব্যাডমিন্টনে সিঙ্গলসে পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা শেষ ১৬-তে পৌঁছলেন। ডাবলসে জয় পেলেন অচন্ত শরথ কমল, সাথিয়ান, মণিকা বাত্রারা। পুরুষদের হকি দল ওয়েলসকে ৪-১ ব্যবধানে হারাল। সঙ্গে সেমিফাইনালও নিশ্চিত করল।
LIVE NEWS & UPDATES
-
প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা
প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা জিতলেন ভারতের সুধীর।
HISTORIC GOLD FOR INDIA ???
Asian Para-Games Bronze medalist, #Sudhir wins ??’s 1st ever GOLD? medal in Para-Powerlifting at #CommonwealthGames with a Games Record to his name ??
Sudhir wins his maiden ? in Men’s Heavyweight with 134.5 points (GR) at CWG#Cheer4India 1/1 pic.twitter.com/cBasuHichz
— SAI Media (@Media_SAI) August 4, 2022
-
লং জাম্পে রুপো ভারতের
লং জাম্পে রুপো জিতল ভারত। মুরলি শ্রীশঙ্কর রুপো জিতলেন। হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছিলেন তেজস্বীন শঙ্কর। এবারের গেমসে ভারতের ১৯ তম পদক। সেরা পাঁচে শেষ করলেন আরেক ভারতীয় মহম্মদ আনিস ইয়াহিয়া।
-
-
লং জাম্পে পদকের আশা
লং জাম্পে পদকের দৌড়ে ভারতের মুরলী শ্রীশঙ্কর।
-
পরের রাউন্ডে লক্ষ্য
পুরুষদের সিঙ্গলসে সহজেই শেষ ষোলোয় ভারতীয় শাটলার লক্ষ্য সেন। ভার্নান স্মিদের বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতলেন লক্ষ্য। তাঁপ পক্ষে ম্যাচের ফল ২১-৪, ২১-৫।
-
ব্যাডমিন্টন
ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অব ৩২-এর খেলা চলছে। সেইন্ট হেলেনার ভার্নান স্মিদের বিরুদ্ধে খেলছেন লক্ষ্য সেন।
-
-
পুরুষদের লং জাম্প ফাইনাল
চলছে পুরুষদের লং জাম্প ফাইনাল। ভারতের দুই প্রতিযোগী রয়েছেন। শ্রীশঙ্কর এবং মহম্মদ আনিস ইয়াহিয়া।
-
টেবল টেনিস: শেষ ষোলোয় মণিকা বাত্রা
মেয়েদের সিঙ্গলসের রাউন্ডস অব ৩২-এর ম্যাচ একতরফা জিতলেন ভারতের মণিকা বাত্রা। প্রতিপক্ষ ছিলেন কানাডার চিং নাম ফু। মণিকার পক্ষে ম্যাচের ফল ১১-৫, ১১-২, ১১-৭, ১১-৬।
-
ব্যাডমিন্টন: এগোলেন আকর্ষি
প্রি কোয়ার্টারে আকর্ষি কাশ্যপ। পাকিস্তানের প্রতিপক্ষ শাহজাদ মাহুর দ্বিতীয় গেমে চোট পেয়ে ম্যাচ ছাড়েন। ফলে বিনা লড়াইয়ে পরের রাউন্ডে চলে গেলেন আকর্ষি।
-
টেবল টেনিস: রিথের জয়
স্থানীয় প্রতিযোগী শার্লট ব্র্যাডসলেকে হারিয়ে মেয়েদের সিঙ্গলসের শেষ ষোলোয় পা রাখলেন রীথ টেনিসন। ম্যাচের ফল ১১-৮, ১০-১২, ১১-৬, ১২-১০, ১১-৩
-
ব্যাডমিন্টন: ভারত বনাম পাক
কমনওয়েলথ গেমসের মেয়েদের সিঙ্গলস ব্যাডমিন্টনে ভারত-পাক লড়াই জারি। রাউন্ড অব ৩২-এ ভারতের আকর্ষি কাশ্যপ এবং শেহজাদ মাহুরের মধ্যে চলছে ম্যাচ।
-
টেবল টেনিস: জিতলেন সৃজা আকুলা
মেয়েদের সিঙ্গলসের শেষ ষোলোয় পা রাখলেন সৃজা আকুলা। ১২-১০, ১২-১০, ৪-১১, ১১-৮ গেমে হারিয়ে দেন মালয়েশিয়ান প্রতিপক্ষকে।
-
টেবল টেনিস: ম্যাচে সৃজা আকুলা
টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ভারতের সৃজা আকুলা। প্রতিপক্ষ মালয়েশিয়ার কারান লেইন।
-
প্যারা পাওয়ারলিফটিং: চতুর্থ পরমজিৎ
ছেলেদের লাইটওয়েট ফাইনালে ভারতের পরমজিৎ কুমার তিনটি প্রচেষ্টাতেই ১৬৫ কেজির ওজন তুলতে ব্যর্থ। ইভেন্ট চতুর্থ স্থানে শেষ করলেন তিনি।
-
টেবল টেনিস: প্রি কোয়ার্টারে সৃজা-শরথ
মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে শরথ কমল এবং সৃজা আকুলা। প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ৩-০তে জিতলেন শরথরা। নর্দান আয়ারল্যান্ডের আওয়েন ক্যাথকার্ট ও সোফি আর্লিকে ১১-৭, ১১-৮, ১১-৯ গেমে হারিয়ে দেন তাঁরা।
-
টেবল টেনিস: প্রি কোয়ার্টারে মণিকারা
মিক্সড ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে সাথিয়ান গণেশখরন এবং মনিকা বাত্রা জুটি। সেকেন্ড রাউন্ডের ম্যাচ ৩-০ ব্যবধানে জিতলেন তাঁরা। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন।
-
স্কোয়াশ: কোয়ার্টার ফাইনালে দীপিকা-সৌরভ
মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে দীপিকা পাল্লিকাল কার্তিক এবং সৌরভ ঘোষাল। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে এই জুটি পদক জিতেছিল। স্কোয়াশে সৌরভের সিঙ্গলস পদকের পর এই খেলার ফের আরও একটি পদকের আশা।
-
প্যারা পাওয়ারলিফটিং: সাকিনার ঝুলিতে এল না পদক
আশা জাগিয়েও এল না পদক। ভারতের সাকিনা খাতুন এবং মনপ্রীত সিং শেষ করলেন যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে। বসিরহাটের মেয়ে সাকিনা গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। যদিও কর্নাটকের হয়ে খেলেন তিনি।
-
প্যারা পাওয়ারলিফটিং: তৃতীয় প্রচেষ্টায় ব্যর্থ সাকিনা
তৃতীয় প্রচেষ্টায় ৯৩ কেজির লক্ষ্য পূরণ হল না সাকিনার। ব্যক্তিগত সেরা ৮৭.৫ স্কোর নিয়ে এখনও পঞ্চম স্থানে রয়েছেন তিনি।
-
প্যারা পাওয়ারলিফটিং: নজরে বসিরহাটের সাকিনা খাতুন
মেয়েদের লাইটওয়েট ফাইনালে প্রথম প্রচেষ্টায় ৯০ কেজি ওজন তুললেন বসিরহাটের মেয়ে সাকিনা খাতুন। তাঁর স্কোর ৮৭.৫ পয়েন্ট।
-
হকি: ৪-১ গোলে জয় ভারতের
ওয়েলসের বিরুদ্ধে পুল-বি এর ম্যাচে ৪-১ গোলে জিতল ভারত। একইসঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত
-
বক্সিং: রুদ্ধশ্বাস জয়ে সাগর সেমিফাইনালে
৯২+ সুপার হেভিওয়েটে সেচিলিসের কেডি অ্যাগনেসকে ৫-০ হারিয়ে সেমিফাইনালে সাগর অহলত।
-
স্কোয়াশ: দীপিকা-সৌরভের জয়
স্কোয়াশে মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে ভারতের মিক্সড ডাবলস জুটি দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল জিতল। ওয়েলসের এমিলি হোয়াইটলক-পিটার ক্রিডকে হারাল ১১-৮, ১১-৪ ব্য়বধানে।
-
হকি: গোওওললল…
ওয়েলসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টারে ১৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হরমনপ্রীতের।
-
হকি: গোওওললল….
দ্বিতীয় কোয়ার্টারে ওয়েলসের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম গোল হরমনপ্রীত সিংয়ের।
-
স্কোয়াশ: হেরে গেলেন জোৎস্না-হরজিন্দর
স্কোয়াশে মিক্সড ডাবলসের শেষ ১৬-তে হেরে গেলেন ভারতের মিক্সড ডাবলস জুটি, জোৎস্না চিনাপ্পা ও হরজিন্দর পাল সিং। অস্ট্রেলিয়ার ডোনা লোবান ও ক্যামেরন পিলের কাছে ১১-৮, ১১-৯ ব্যবধানে হেরে গেলেন জোৎস্নারা।
-
স্কোয়াশ: মহিলাদের ডাবলসে সুনয়না-অনাহতের জয়
স্কোয়াশে মহিলাদের ডাবলসের রাউন্ড অব ৩২ এর ম্যাচে, শ্রীলঙ্কার মহিলাদের ডাবলস জুটি ইয়েহেনি কুরুপ্পু ও চান্থিমা সিনালিকে হারালেন ভারতের মহিলাদের ডাবলস জুটি সুনয়না সারা কুরুভিল্লা ও অনাহত সিং জুটি। ম্যাচের ফল ১১-৯, ১১-৯ অনাহতদের পক্ষে।
-
বক্সিং: পদক নিশ্চিত করলেন জেসমিন…
মহিলাদের ৬০ কেজির কোয়ার্টার ফাইনালে জিতলেন জেসমিন ল্যাম্বোরিয়া। ভারতের আরও একটি পদক নিশ্চিত হল। স্প্লিট ডিসিশনে ৪-১ জিতলেন জেসমিন।
-
স্কোয়াশ: নজরে সৌরভ-দীপিকা
স্কোয়াশে মিক্সড ডাবলসে শেষ ১৬-র ম্যাচে আজ সন্ধ্যা ৭টা নাগাদ নামবেন ভারতের মিক্সড ডাবলস জুটি দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল।
#Squash team is ready for their event today at #CommonwealthGames2022 ?
All the best Champ ?
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/pox0WiEs4W
— SAI Media (@Media_SAI) August 4, 2022
-
বক্সিং: নজরে জেসমিন…
মহিলাদের ৬০ কেজির কোয়ার্টার ফাইনালে নামার জন্য তৈরি জেসমিন ল্যাম্বোরিয়া।
Gearing Up for the QF ???@BoxerJaismine ?? all set for Quarterfinals ??
Let's #Cheer4India??#IndiaTaiyaarHai#India4CWG2022 pic.twitter.com/sapxw0uyBU
— SAI Media (@Media_SAI) August 4, 2022
-
হকি: ভারতের পুরুষ হকি দলের ম্যাচ
আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পুল-বি এর ম্যাচে ওয়েসলের মুখে নামবে ভারত।
Men's #Hockey team is ready for their event today at #CommonwealthGames2022 ?
Our Best wishes to the team?
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai#India4CWG2022 pic.twitter.com/G62yY0ZQSt
— SAI Media (@Media_SAI) August 4, 2022
-
ব্যাডমিন্টন: শুরুতেই বিদায় ভারতের মিক্সড ডাবলস জুটি অশ্বিনী-সুমিত
রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইংল্যান্ডের মিক্সড ডাবলস জুটি হেমিং ক্যালাম ও পাগ জেসিকার কাছ ভারতের মিক্সড ডাবলস জুটি বি সুমিত রেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা হেরে গেলেন স্ট্রেট গেমে। ম্যাচের ফল ২১-১৮, ২১-১৬ ইংল্যান্ডের শাটলারদের পক্ষে।
-
বক্সিং: পদক পাকা অমিতের
পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েটের কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানকে ৫-০ ব্যবধানে হারালেন অমিত। ভারতীয় তারকা বক্সার পৌঁছে গেলেন কমনওয়েলথের সেমিফাইনালে। নিশ্চিত হল ভারতের আর একটি পদক।
-
বক্সিং: অ্যাকশনে অমিত পাঙ্ঘাল
পুরুষদের ৪৮-৫১ কেজি ফ্লাইওয়েটের কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানের বিরুদ্ধে নামলেন অমিত।
-
ব্যাডমিন্টন: শেষ ১৬তে শ্রীকান্ত
পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২ এর ম্যাচে দাপট দেখিয়ে স্ট্রেট গেমে জিতলেন কিদাম্বি শ্রীকান্ত। ম্যাচের ফল ২১-৯, ২১-৯ শ্রীকান্তের পক্ষে।
-
ব্যাডমিন্টন: প্রথম গেমে জয় শ্রীকান্তের
পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২ এর ম্যাচে ২১-৯ ব্যবধানে প্রথম গেমে জিতলেন কিদাম্বি শ্রীকান্ত।
-
ব্যাডমিন্টন: অ্যাকশনে শ্রীকান্ত
পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২ এর ম্যাচে অ্যাকশনে কিদাম্বি শ্রীকান্ত।
-
হ্যামার থ্রো: ফাইনালে মঞ্জু বালা
- মহিলাদের হ্যামার থ্রোয়ের কোয়ালিফাইং রাউন্ডে মঞ্জু বালা প্রথম বারের প্রয়াসে ৫৯.৬৮ মিটার থ্রো করেন।
- তাঁর বাকি ২টি থ্রো বাতিল হয়।
- প্রথম থ্রোয়ের পারফরম্যান্সের সুবাদে ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছেন মঞ্জু বালা।
- ভারতের অপর অ্যাথলিট সরিতা সিং ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি।
#Athletics Update ?
Women's #HammerThrow
Manju Bala qualifies for the finals of Women's Hammer Throw event with the best throw of 59.68m in her very first attempt?She finished 11th in the qualification round to make the progress.All the best Champ ?#Cheer4India pic.twitter.com/3KfUkuiMZc
— SAI Media (@Media_SAI) August 4, 2022
-
টেবল টেনিস: রাউন্ড অব ৬৪ এ হেরে গেলেন রীথ-সানিল
প্রথম রাউন্ডেই হেরে গেল ভারতের রীথ টেনিসন ও সানিল শেট্টি মিক্সড ডাবলস জুটি। রাউন্ড অব ৬৪ এ মালয়েশিয়ার ওং কী শেন ও তি আই শিন জুটির কাছে হেরে গেলেন রীথ-সানিল। ম্যাচের ফল ১১-৬, ১২-১০, ১১-১৩, ৮-১১, ১১-৮ মালয়েশিয়ান মিক্সড ডাবলস জুটির পক্ষ্যে।
-
হ্যামার থ্রো: মঞ্জু বালার প্রথম প্রচেষ্টা
মহিলাদের হ্যামার থ্রোয়ের কোয়ালিফাইং রাউন্ডে মঞ্জু বালা প্রথম বারের প্রয়াসে ৫৯.৬৮ মিটার থ্রো করেন।
-
ব্যাডমিন্টন: বিকেল ৪টে নাগাদ শুরু হবে শ্রীকান্তের সিঙ্গলস, সুমিত-অশ্বিনীর মিক্সড ডাবলস
পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২-তে আজ বিকেল ৪টে নাগাদ নামবেন কিদাম্বি শ্রীকান্ত। একই সময়ে শুরু হবে মিক্সড ডাবলসের রাউন্ড অব ৩২। সেখানে থাকবেন ভারতের মিক্সড ডাবলস জুটি বি সুমিত রেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা।
-
ব্যাডমিন্টন: স্ট্রেট গেমে জয় পিভি সিন্ধুর
মলদ্বীপের শাটলার ফাতিমাত নাবাহর বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতলেন পিভি সিন্ধু। প্রথম গেমে দাপটের সঙ্গে ২১-৪ ব্যবধানে জেতেন সিন্ধু। দ্বিতীয় গেমটাও যায় সিন্ধু পক্ষে। দ্বিতীয় গেমে ২১-১১ ব্যবধানে জেতেন সিন্ধু।
-
অ্যাথলেটিক্স: সেমিফাইনালে হিমা দাস
ভারতীয় স্প্রিন্টার হিমা দাস ২০০ মিটার সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। হিট -২ তে তিনি শীর্ষে থেকে দৌড় শেষ করেন। এবং তিনি সময় নেন ২৩.৪২ সেকেন্ড।
#Athletics Update ?@HimaDas8 qualifies for Women 200m Semifinals after clocking 23.42s to be placed 1st in Heat 2
All the best for the Semis Champ!! #Cheer4India ??#India4CWG2022 pic.twitter.com/0oewkxB1KL
— SAI Media (@Media_SAI) August 4, 2022
-
টেবল টেনিস: অ্যাকশনে ভারতের মিক্সড ডাবলস জুটি
আজ টেবল টেনিসে মিক্সড ডাবলসের রাউন্ড অব ৬৪ এ নেমে পড়েছেন রীথ টেনিসন ও সানিল শেট্টি জুটি। প্রথম গেমে ভারতীয় জুটি ১১-৬ পিছিয়ে।
-
আজ বিশেষ নজরে যে ইভেন্টগুলি…
মুরালি শ্রীশঙ্কর – লং জাম্প ফাইনাল
মহম্মদ ইয়াহিয়া – লং জাম্প ফাইনাল
বক্সিং- অমিত পাঙ্ঘাল- ৪৮-৫১ কেজি ফ্লাইটওয়েট- বিকেল ৪.৪৫
বক্সিং- জেসমিন লম্বোরিয়া-৫৭ থেকে ৬০ কেজি লাইটওয়েট- কোয়ার্টার ফাইনাল- সন্ধ্যা ৬.১৫ মিনিট
বক্সিং- ৯২ কেজি সুপার হেভিওয়েট- কোয়ার্টার ফাইনাল – সাগর অহলত -রাত ৮টা
বক্সিং – রোহিত টোকাস- কোয়ার্টার ফাইনাল – রাত ১২.৩০
(বক্সিংয়ের চারটি ম্যাচ জিতলে পদক নিশ্চিত)
হিমা দাস- মেয়েদের ২০০ মিটার রাউন্ড ১ হিট- বিকেল ৩.৩০
স্কোয়াশ মিক্সড ডাবলস- দীপিকা পাল্লিকাল এবং সৌরভ ঘোষাল- শেষ ষোলোর ম্যাচ- সন্ধ্যা ৭টা
পিভি সিন্ধু- মেয়েদের সিঙ্গলসের প্রথম ম্যাচ- বিকেল ৩.০০
-
হ্যামার থ্রো: আজ নজরে সরিতা সিং, মঞ্জু বালা
দুপুর ২ টো ৩০ নাগাদ শুরু হবে মহিলাদের হ্যামার থ্রো। নজরে থাকবেন সরিতা সিং, মঞ্জু বালা
-
আজ, কমনওয়েলথের সপ্তম দিনে নজরে কারা?
কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে নজরে কোন কোন খেলোয়াড়রা?
এক নজরে দেখে নিন সূচি- CWG 2022 India Day 7 Schedule: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ নজরে বক্সিং, স্কোয়াশ, ব্যাডমিন্টনের মতো একাধিক ইভেন্ট
Published On - Aug 04,2022 1:00 PM