CWG 2022: টিটিতে ভালো শুরু ভারতের, বার্বাডোজকে হারালেন শরথকমলরা
Commonwealth Games 2022: ভারতীয় টিটি প্লেয়াররা এ বারের কমনওয়েলথ গেমসের শুরুটা বেশ ভালো করেছে।
বার্মিংহ্যাম: বার্বাডোজকে (Barbados) হারিয়ে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022 ) যাত্রা শুরু করল ভারতের পুরুষ টেবল টেনিস (Table Tennis) দল। এর আগে মহিলাদের দলগত ইভেন্টে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মনিকা বাত্রারা। ভারতীয় টিটি প্লেয়াররা এ বারের কমনওয়েলথ গেমসের শুরুটা বেশ ভালো করেছে। ভারতের মহিলাদের মতোই পুরুষরাও দলগত ইভেন্টে ৩-০ ব্যবধানে জিতেছেন। টিটি ইভেন্টে ভারতের পুরুষদের ডাবলস জুটি ছিল সাথিয়ান গণশেখরন ও হরমীত দেশাই। যারা কার্যত প্রথম টাইয়েই হাড্ডাহাড্ডি লড়াই করেন বার্বাডোজের টাইরিস নাইট ও কেভিন ফার্লে জুটির বিরুদ্ধে। গ্রুপ-৩ এর দ্বিতীয় ম্যাচে এ বার ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
ডাবলস টাইয়ে জয় দিয়ে শুরু করে ভারত
কমনওয়েলথের প্রথম দিন পুরুষদের টেবল টেনিসের ডাবলস টাইয়ে ভারতের জুটি সাথিয়ান গণশেখরন ও হরমীত দেশাই ১১-৯, ১১-৯, ১১-৪ ব্যবধানে হারালেন বার্বাডোজের টাইরিস নাইট ও কেভিন ফার্লে জুটিকে।
বার্বাডোজের বিরুদ্ধে দ্বিতীয় টাইয়েও জয় ভারতের
১-০ এগিয়ে থাকার পর, পুরুষদের টেবল টেনিসের দ্বিতীয় টাইয়ে রোমান ম্যাক্সওয়েলকে ১১-৫, ১১-৩, ১১-৩ ব্যবধানে হারালেন শরথকমল।
তৃতীয় টাইয়েও বাজিমাত ভারতের
পুরুষদের টেবল টেনিসের দলগত ইভেন্টে বার্বাডোজকে ৩-০ হারাল ভারত। ডাবলস টাইয়ে জয় দিয়ে শুরু করার পর, বার্বাডোজের টাইরিস নাইটকে তৃতীয় টাইয়ে হারালেন সাথিয়ান গণশেখরন। ম্যাচের ফল ১১-৪, ১১-৪, ১১-৩ সাথিয়ানের পক্ষে।
Group 3️⃣ Match 1️⃣
India ?? 3️⃣-0️⃣ Barbados ??
?Harmeet Desai/Sathiyan (doubles) – 1-0 ?Sharath Kamal (singles) – 2-0 ?Sathiyan (singles) – 3-0
⬆️ Next
Group 3️⃣ Match 2️⃣: India vs Singapore (11 pm IST)
Stay Tuned!
— SAI Media (@Media_SAI) July 29, 2022
আজ, রাত ৮টা ৩০ মিনিটে মহিলাদের টেবল টেনিসের দ্বিতীয় ম্যাচে ফিজির মুখে নামবেন মনিকারা। অন্যদিকে শরথকমলরা সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবেন আজ রাত ১১টায়।