CWG 2022: চানুর পর জেরেমি, ১৯ বছরের ভারোত্তোলকের হাত ধরে ফের সোনা দেশের ঝুলিতে

তৃতীয় দিনের শুরুটাও হল ভারোত্তোলকদের সাফল্য দিয়ে। সোনা জিতলেন জেরেমি লালরিননুগা।

CWG 2022: চানুর পর জেরেমি, ১৯ বছরের ভারোত্তোলকের হাত ধরে ফের সোনা দেশের ঝুলিতে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 5:34 PM

বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে দেশের ভারোত্তোলকদের জয়জয়কার। ফের এল সোনার পদক। বার্মিংহ্যামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের গোটাটাই ছেয়েছিলেন মীরাবাঈ চানু, সংঙ্কেত, গুরুরাজরা। রুপোর পদকে দিনটা শেষ করেন বিন্দিয়ারানি দেবী। তৃতীয় দিনেও শুরুটাও হল ভারোত্তোলকদের সাফল্য দিয়ে। নজরে ছিলেন জেরেমি লালরিননুনগা। ছেলেদের ৬৭ কেজির ফাইনালে ভারতীয় ভারোত্তোলক মধ্যে ছিলেন একমাত্র জেরেমি। চানু, সংঙ্কেত, বিন্দিয়ারানি দেবীদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন ১৯ বছরের ভারোত্তোলক। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় হাত ধরে। সঙ্গে সোনার পদক। সোনার দৌড়ে নেমে কনুইয়ে আঘাত পেয়েছেন তিনি। এই নিয়ে তিনদিনে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এল দুটি সোনা। রয়েছে দুটি রুপো একটি ব্রোঞ্জ পদক। পাঁচটি মেডেলই এল দেশের ভারোত্তোলকদের ঝুলিতে।

১৯ বছরের জেরেমি স্ন্যাচ বিভাগে পারফর্ম করতে গিয়ে কনুইয়ে চোট পান। কমনওয়েলথ গেমসে নয়া রেকর্ড গড়ে স্ন্যাচ বিভাগে তোলেন ১৪০ কেজি ওজন। প্রথম প্রচেষ্টায় ১৩৬ কেজি এবং দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০। স্ন্যাচের তৃতীয়বারের চেষ্টায় ১৪৩ কেজির লক্ষ্য রেখেছিলেন। কিন্তু পারেননি। তাঁর চোট কিছুক্ষণের জন্য আতঙ্ক ধরিয়ে দিয়েছিল দেশবাসীর মনে। কনুই নড়াতে পারছিলেন না। চোট সত্ত্বেও পিছু হটেননি। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে নেমে সেরাটা উজাড় করে দিলেন এই টিনএজার ভারোত্তোলক। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগের প্রথম ও দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১৫৪ এবং ১৬০ কেজি ওজন। তৃতীয় প্রচেষ্টা ১৬৫ কিলো হলেও তাতে অসফল হন। যদিও তাতে জেরেমির সোনা জয় আটকায়নি। গেমসে রেকর্ড গড়ে সবমিলিয়ে মোট ৩০০ কেজি ওজন তুলে সোনার পদক নিশ্চিত করে ফেলেন।

কে এই জেরেমি লালরিননুনগা?

অবশ্যই কমনওয়েলথ গেমসে সোনা জয়ী ভারোত্তোলন। মিজোরামের ছেলে জেরেমি ২০১১ সালে ভারোত্তোলনে হাতেখড়ি। বাবা পিডব্লউডি-র লেবার, পাঁচ ভাইবোন। সব মিলিয়ে আটজনের পরিবার। তা অবশ্য জেরেমির স্বপ্নে বাধা হয়নি। পরিবার থেকে ক্রমাগত সমর্থন পেয়েছেন। ২০১২ সালে আর্মি স্পোর্টস ইনস্টিউটে ভর্তি হন। ২০১৬ সালে জাতীয় শিবিরে প্রবেশ আইজলের ছেলেটির। সেবছর থেকেই নজর কাড়তে শুরু করেন। কমনওয়েলথ গেমসের আগে পর্যন্ত জেরেমির সাফল্য-

১. ২০১৬ – যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জয়ী

২.২০১৬ – এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ী

৩. ২০১৭ – যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ী

৪.২০১৭ – কমনওয়েলথ জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী

৫.২০১৭ – কমনওয়েলথ যুব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী

৬. ২০১৮ – এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয়ী

৭. ২০১৮ – এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয়ী

৮. ২০১৮ – যুব অলিম্পিক গেমসের স্বর্ণপদক জয়ী

৯. ২০১৯ EGAT কাপ আন্তর্জাতিক ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের রুপোর পদক।

১০. ২০১৯ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী

১১. ২০১৯ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো পদক জয়ী

১২. ২০১৯ কাতার আন্তর্জাতিক কাপে সিলভার মেডেলিস্ট

১৩. ২০২১ কমনওয়েলথ সিনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বিজয়ী