CWG 2022: পাকিস্তানের পালোয়ানকে ‘পিটিয়ে’ কুস্তিতে ষষ্ঠ সোনা নবীনের

Commonwealth Games 2022: কেভেন্ট্রি স্টেডিয়াম এরিনায় নবীনের প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ শরিফ তাহির। নবীনের ধাকড় গেমে চিৎ পাক প্রতিপক্ষ।

CWG 2022: পাকিস্তানের পালোয়ানকে 'পিটিয়ে' কুস্তিতে ষষ্ঠ সোনা নবীনের
নবীনের সোনাImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2022 | 11:44 PM

বার্মিংহ্যাম: ওরে নবীন, ওরে কাঁচা…নাহ্ তিনি মোটেও কাঁচা নন। নাম নবীন হলেও কুস্তির জগতে খুব একটা অপরিচিত মুখ নন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কুস্তিতে ভারতের সোনা প্রাপকদের তালিকায় আরও একজনের নাম জুড়ে গেল। নবীন সিহাগ। ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে নবীনের ম্যাচ যখন শুরু হল তার আগে রবি দাহিয়া, বিনেশ ফোগট সোনা জিতে ফেলেছেন। ৭৪ কেজি ফ্রিস্টাইলের সোনার পদকের ম্যাচে দেখা গেল ভারত-পাক লড়াই। আর তাতে এক তরফা, বিনা ঘাম ঝরিয়ে সোনার লক্ষ্যে পৌঁছে গেলেন ভারতের কুস্তিগির। এদিন কেভেন্ট্রি স্টেডিয়াম এরিনায় নবীনের প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ শরিফ তাহির। নবীনের ধাকড় গেমে চিৎ পাক প্রতিপক্ষ। ৯-০ ব্যবধানে তাহিরকে উড়িয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সোনা জিতে নেন ভারতের নবীন।

এবারের কমনওয়েলথে কুস্তিতে ভারতীয় কুস্তিগিরদের দাপট। শুক্রবার সোনার সফর শুরু হয়েছিল বজরং পুনিয়াকে দিয়ে। এরপর একে একে সাক্ষী, দীপকদের গলায় ওঠে ঝকঝকে সোনালি পদক। শনিবার দিনটাও কমনওয়েলথ গেমসে ভারতীয় কুস্তিগিরদের নামে হয়ে থাকল। রবি দাহিয়া, বিনেশ ফোগতের পর কুস্তিতে ষষ্ঠতম সোনা যোগ করলেন নবীন সিহাগ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ১২টি সোনা।

বিনেশ, রবি ও নবীনের সোনা ছাড়াও শনিবার নিজের নিজের ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতলেন পূজা গেহলোত এবং পূজা সিহাগ। ৫০ কেজি বিভাগে স্কটল্যান্ডের ক্রিস্টাল লেমোফেককে টেকনিক্যাল দক্ষতায় ১২-২ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পান। অন্য একটি ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের পূজা সিহাগের প্রতিপক্ষ ছিলেন নাওমি ডি ব্রুইন। ৭৬ কেজি ফ্রিস্টাইলে ব্রুইনকে এক তরফা ১১-০ হারিয়ে ব্রোঞ্জ পদকে কমনওয়েলথ গেমসে অভিযান শেষ করলেন পূজা।