CWG 2022: ইতিহাস বিনেশের, কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক দঙ্গল কন্যার

commonwealth games 2022: কমনওয়েলথ গেমসে বিনেশের এটি তৃতীয় সোনা। এই প্রথম দেশের কোনও মহিলা খেলোয়াড় গেমসে পরপর তিনবার সোনা জিতলেন।

CWG 2022: ইতিহাস বিনেশের, কমনওয়েলথে সোনার হ্যাটট্রিক দঙ্গল কন্যার
সোনার মেয়ে
Image Credit source: নিজস্ব চিত্র
TV9 Bangla Digital

| Edited By: Tithimala Maji

Aug 06, 2022 | 11:10 PM

বার্মিংহ্যাম: অলিম্পিকের ব্যর্থতার রেশ কাটিয়ে স্বমহিমায় বিনেশ ফোগত (Vinesh Phogat)। হরিায়ানার বিখ্যাত ফোগত পরিবারের মেয়ে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) দেশকে এনে দিলেন পঞ্চম সোনা। মেয়েদের কুস্তির (Wrestling) ৫৩কেজি ফ্রিস্টাইলের ফাইনালে উঠেছিলেন বিনেশ। প্রতিপক্ষ ছিলেন প্রতিবেশী দেশ সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার চামোদোয়া কেসানি। প্রতিপক্ষকে রেয়াত করলেন না মোটেও। কমনওয়েলথ গেমসে বিনেশের এটি টানা তৃতীয়বার সোনা জয়। এই প্রথম দেশের কোনও মহিলা খেলোয়াড় গেমসে পরপর তিনবার সোনা জিতলেন। সেদিক থেকে ইতিহাস গড়ে ফেলেছেন দঙ্গল কন্যা।

দেশের তারকা কুস্তিগির শনিবার ৫৩ কেজি বিভাগে নর্ডিক ফরম্যাটে হওয়া ক্যাটাগরিতে পরপর নিজের তিনটি ম্যাচ জিতে নেন। এরপর পয়েন্টের দিক থেকে শীর্ষে থেকে সোনার পদক হাসিল করেন। এ যাবৎ অনেক ‘প্রথমে’র পাশে বিনেশের নাম খোদাই হয়ে রয়েছে। বিনেশ হলেন ভারতের প্রথম মহিলা কুস্তিগির যিনি কমনওয়েলথ ও এশিয়ান গেমস- এই দুই আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতেছেন। এর পাশাপাশি কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার সোনার পদক জয়ের নজিরও গড়ে ফেললেন আজ।

বার্মিংহ্যামে ভারতের সম্ভাব্য সোনার পদক জয়ীদের মধ্যে উপরের দিকে নাম ছিল বিনেশের। প্রত্যাশার মান রাখলেন তিনি। অথচ গতবছরটা ছিল একেবারে উল্টো। টোকিও অলিম্পিকটা কেরিয়ারের খাতা থেকে মুছে ফেলতে পারলে বাঁচেন। অফিশিয়াল কিট স্পনসরের নাম, লোগো দেওয়া পোশাক না পরা, দেশের সতীর্থদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ, থাকার ঘর নিয়ে ঝামেলার মতো একাধিক অভিযোগ উঠে এসেছিল বিনেশের বিরুদ্ধে। এদিকে অপ্রত্যাশিতভাবে অলিম্পিকের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর দেশের ফিরেই নির্বাসনের মুখে পড়েছিলেন। সব মিলিয়ে বিনেশের ফোকাসটাই নড়ে গিয়েছিল। দঙ্গল কন্যা ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন কমনওয়েলথ গেমসকে। মুষ্টিতেই সব অভিযোগের জবাব দিলেন। কমনওয়েলথ গেমসে এমন ইতিহাস গড়লেন, তেমন নজির অতীতে কারও নেই।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla