নয়া বিশ্বরেকর্ড কোহলির,পেছনে ফেললেন সচিনকে

১২ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। ২৪২ ইনিংসে নয়া মাইলস্টোন ছুঁয়ে বিশ্বরেকর্ড কিং কোহলির।

নয়া বিশ্বরেকর্ড কোহলির,পেছনে ফেললেন সচিনকে
নয়া বিশ্বরেকর্ডের মালিক বিরাট কোহলি। ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 11:03 AM

TV9 বাংলা ডিজিটাল:বিরাট কোহলির মুকুটে নয়া পালক। বুধবার ক্যানবেরায় একদিনের ক্রিকেটে ১২ হাজার রানের মালিক হলেন ভারত অধিনায়ক। বিশ্বের দ্রুততম হিসাবে নয়া মাইলস্টোন ছুঁলেন কিং কোহলি। তৃতীয় একদিনের ম্যাচে ২৩ রান করার সঙ্গে সঙ্গেই ১২ হাজার রান পূর্ণ করেন বিরাট। মাত্র ২৪২ ইনিংস খেলেই ১২ হাজার রানের মাইলস্টোন পার করলেন তারকা এই ব্যাটসম্যান।বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান ১২ হাজার রানের গণ্ডি পেরোলেন কোহলি।

১২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে সচিন তেন্ডুলকরকে পেছনে ফেলে দিলেন কোহলি। ১২ হাজার রান করতে সচিন নিয়েছিলেন ৩০০ ইনিংস। সেখানে মাস্টার ব্লাস্টারের থেকে ৫৮ ম্যাচ কম খেলেই ১২ হাজার করে ফেললেন ভারত অধিনায়ক। এর আগে দ্রুততম হিসাবে ৮ হাজার,৯ হাজার,১০ হাজার আর ১১ হাজার রানের মাইলস্টোন পার করেছেন কোহলি।

একদিনের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান(ইনিংস)

বিরাট কোহলি ২৪২ ইনিংস সচিন তেন্ডুলকর ৩০০ ইনিংস রিকি পন্টিং ৩১৪ ইনিংস কুমার সাঙ্গাকারা ৩৩৬ ইনিংস সনথ জয়সূর্য ৩৭৯ ইনিংস মাহেলা জয়বর্ধনে ৩৯৯ ইনিংস

আরও পড়ুন:  ফের হার এসসি ইস্টবেঙ্গলের, জেজেদের নিয়ে বিস্ফোরক ফাউলার

একদিনের ক্রিকেটে ১২ হাজারের বেশি রান,৪৩ শতরান,ব্যাটিং গড় প্রায় ৬০। একদিনের ক্রিকেটে ৪৩ টা শতরানের মধ্যে ২৬টাই এসেছে পরে ব্যাট করে। পরিসংখ্যানই বলে দেয় বিরাট কোহলি কেন বিশ্বের সেরা ব্যাটসম্যান।