আফ্রিদির বয়স বিভ্রান্তি আজও চলছে
আইসিসির প্রোফাইল দেখলে আফ্রিদির বয়স এখন ৪১
করাচি: আসলে বয়স কত তাঁর? সেই ক্রিকেট খেলার সময় থেকেই এই প্রশ্ন বারবার তাড়া করেছে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরেও যে প্রশ্ন থেকে নিস্তার নেই শাহিদ আফ্রিদির। ১৬ বছর বয়সে যখন অভিষেক হয়েছিল, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করে বলতেন কোনও অবস্থাতেই ১৯-র কম বয়স হবে না আফ্রিদির। নিজের ‘৪৪-তম’ জন্মদিনে পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার কি বয়সজনিত ভুল শুধরে নিলেন? সোমবারই জন্মদিন আফ্রিদির। টুইটে লিখলেন, ‘জন্মদিনে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ভালোবাসা। ৪৪-এ পড়লাম আজ। পরিবার আর ভক্তরাই আমার কাছে সব।’
Thank you very much for all the lovely birthday wishes – 44 today! My family and my fans are my biggest assets. Really enjoying my stint with Multan and hope to produce match winning performances for all MS fans.
— Shahid Afridi (@SAfridiOfficial) February 28, 2021
ঘটনা হল, আইসিসির প্রোফাইল দেখলে আফ্রিদির বয়স এখন ৪১। ১৯৮০ সালের মার্চ মাসে জন্ম তাঁর। অথচ নিজেই টুইট করে ৪৪ বছর বয়স হল এ কথা উল্লেখ করাতে ফের আফ্রিদিকে নিয়ে বিভ্রান্তি। বহু পুরনো প্রশ্ন আবার উঠে আসছে। তা হলে আফ্রিদির বয়স কত? এতদিনে কি আফ্রিদি নিজের ভুল শুধরে নিলেন? তা নিয়ে অবশ্য কোনও উত্তর নেই।
আরও পড়ুন:অনুষ্টুপদের হারের ময়নাতদন্তে সিএবি
কিছু দিন আগে আফ্রিদির প্রকাশিত আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ উল্লেখ করেছিলেন তাঁর জন্ম ১৯৭৫ সালে। সেই হিসেব ধরলে তাঁর বয়স এখন ৪৬। আসলে আফ্রিদির বয়স কত? ৪১, ৪৪ না ৪৬?