অশান্ত আফগানিস্তান, বিয়ে নিয়ে দ্বন্ধে ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী

  'বিগ বস' শোয়ের কল্যাণে এখন আরশি খানকে চেনে গোটা ভারত। টেলিভিশন থেকে ওয়েব সিরিজ পরিচিত এই অভিনেত্রী এবার মুখ খুললেন আফগানিসস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে।

অশান্ত আফগানিস্তান, বিয়ে নিয়ে দ্বন্ধে 'বিগ বস' খ্যাত অভিনেত্রী
বিগ বস খ্যাত আরশি খান
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 8:34 AM

মুম্বইঃ আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর ওলটপালোট হয়ে যাচ্ছে গোটা দুনিয়া। ভারতের বহু মানুষ সেখানে কর্মরত। দেশের আনাচে কানাচে কত মানুষ যে দুশ্চিন্তার বিনিদ্র রজনী কাটাচ্ছেন, তার ইয়ত্তা নেই। আর এই অস্থির অবস্থায় এবার বিয়ে নিয়ে সংশয়ে ‘বিগ বস’ খ্য়াত অভিনেত্রী আরশি খান। হঠাৎই আরশি জানান, চলতি বছরের শেষে এক আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ের কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে কিভাবে সম্ভব?

‘বিগ বস’ শোয়ের কল্যাণে এখন আরশি খানকে চেনে গোটা ভারত। টেলিভিশন থেকে ওয়েব সিরিজ পরিচিত এই অভিনেত্রী এবার মুখ খুললেন আফগানিসস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে। আরশি জানান, চলতি বছরের অক্টোবরে বাগদান হওয়ার কথা ছিল আফগান ক্রিকেটারের সঙ্গে। তবে এই পরিস্থিতিতে বিয়ে এখন বিশবাঁও জলে। কিন্তু কে সেই আফগান ক্রিকেটার? তাঁর নাম অবশ্য গোপনই রেখেছেন আরশি।

আরশি জানিয়েছেন, “আফগান ক্রিকেটারটি তাঁর বাবার বন্ধুর পুত্র।আমার সঙ্গে কথাবার্তাও হয়ত নিয়মিত। আমরা বন্ধুর মত ছিলাম।” ছিলাম মানে? তবে কি এই পরিস্থিতিতে চার হাত এক হচ্ছেনা আফগান ক্রিকেটারের সঙ্গে আরশির? জল্পনায় জল ঢেলে আরশি জানান, “আমার পরিবার নিশ্চয়ই এবার আমার জন্য যোগ্য ভারতীয় পাত্র ।”

আরশি খানের সঙ্গে আফগানিস্তান যোগ কিভাবে তৈরি হল? আরশি জানান, “আমরা আফগানি পাঠান। আমাদের পরিবারের শিঁকড় রয়েছে সেই দেশে। আমার দাদু আফগানিস্তান থেকে এসেছিলেন এই দেশে। তিনি ভোপালের জেলর ছিলেন। তবে আমি নিজেকে ভারতীয়ই ভাবি। আমার অভিভাক ও দাদু-দিদার মত।”