IPL 2023 : নবীনকে ট্রোল! আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে তুলোধনা আফগান ‘জলেবি’র!

Wazhma Ayoubi : নবীনকে ট্রোল করতে ছাড়েনি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ফ্র্যাঞ্চাইজিও। বিতর্ক না বাড়িয়ে সন্দীপ পোস্ট মুছে দেন। তবে রাজস্থানের পোস্ট রয়ে গিয়েছে। তা দেখে জ্বলে উঠলেন আফগান জলেবি ওয়াজমা আয়োবি।

IPL 2023 : নবীনকে ট্রোল! আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে তুলোধনা আফগান 'জলেবি'র!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2023 | 8:33 PM

কলকাতা: নিজেকে বিরাট কোহলির সবচেয়ে বড় ফ্যান বলে দাবি করেন তিনি। আফগানিস্তানের বাসিন্দা হলেও সুন্দরী ক্রিকেট অনুরাগী ওয়াজমা আয়োবির হৃদয়ে কোহলির বাস। তা সত্ত্বেও বিরাট কোহলি বনাম নবীন উল হক-এর লড়াইয়ে নিজের দেশের ক্রিকেটারকেই  বেছে নিলেন ওয়াজমা। দেশের ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে এক আইপিএল (IPL 2023) ফ্র্যাঞ্চাইজিকে রীতিমতো হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে এলিমিনেটর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮১ রানে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচে নবীন উল হক ৪ উইকেট নেন। নবীনের ভালো পারফরম্যান্স সত্ত্বেও লখনউয়ের হার আটকানো যায়নি। লখনউয়ের বিদায়ের পরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হন নবীন (Naveen Ul Haq)। আম খেয়ে আরসিবির হার সেলিব্রেশন করেছিলেন আফগান পেসার। আইপিএল থেকে বিদায়ের পর পাল্টা আমের ছবি দিয়ে নবীনকে ট্রোল করেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়র, বিষ্ণু বিনোদরা। নবীনকে ট্রোল করতে ছাড়েনি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ফ্র্যাঞ্চাইজিও। বিতর্ক না বাড়িয়ে সন্দীপ পোস্ট মুছে দেন। তবে রাজস্থানের পোস্ট রয়ে গিয়েছে। তা দেখে জ্বলে উঠলেন আফগান জলেবি ওয়াজমা আয়োবি। ফ্র্যাঞ্চাইজিটিকে রীতিমতো হুমকি দিয়েছেন তিনি। TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

কী পোস্ট করেছে রাজস্থান রয়্যালস? লখনউ বনাম মুম্বই ম্যাচে পাঁচ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন এমআইয়ের বোলার আকাশ মাধওয়াল। রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া টিম মাধওয়ালের বোলিং ফিগারের অংশ তুলে ধরে তাতে এডিট করে উইকেট এবং ডট বলের কলামের জায়গায় ছবি বসিয়ে দেয়। ডট বলের জায়গায় গাছের ছবি দেওয়া হয়। কারণ বিসিসিআই ডট বল প্রতি ৫০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। তবে উইকেটের জায়গায় একটি পাকা আমের ছবি বসিয়ে দেওয়া হয়েছে। কারও নাম না করলেও নবীনকে কটাক্ষ করতেই যে এমন পোস্ট তা বোঝাই যায়। এখানেই আপত্তি ওয়াজমার। নিজের দেশের ক্রিকেটারকে এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি এভাবে ট্রোল করায় রেগে কাঁই হয়ে যান। রীতিমতো হুমকির সুরে আফগান সুন্দরী লিখেছেন, “এক্ষুনি এই পোস্ট ডিলিট করুন এবং ক্ষমা চান।”

বিরাট কোহলির বিরাট ফ্যান বলে দাবি করা ওয়াজমা লেখেন, “এটা মোটেও হাসির ব্যাপার নয়। একটু সম্মান দেখাও। আমি যে ভারত এবং ভারতবাসীদের চিনি তাঁরা এমন নয়। আমি নিজে বিরাট কোহলির বিশাল ফ্যান। কিন্তু কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির কাছে এটা কাম্য নয়। প্রেম ছড়াও ঘৃণা নয়।” কিছুদিন আগেই ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দেখতে কাবুল থেকে এসেছিলেন ওয়াজমা। রহমানুল্লা গুরবাজ, রিঙ্কু সিংদের সঙ্গে ছবি তোলেন।