KKR vs CSK, IPL 2023: ‘আমি তো ধোনিরই ফ্যান’, ম্যাচ হেরে স্বীকারোক্তি কেকেআর মালকিনের
Juhi Chawla on MS Dhoni: ইডেনে হলুদ জার্সির ঢল, মাহি মাহি চিৎকার কোনও কিছুই নজর এড়ায়নি ধোনির। কেকেআর ঘরের মাঠে কম সমর্থন পেয়েছে একটা মানুষের জন্যই। সেটা আর কেউ নন, মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজেও ভালোভাবেই তা উপলব্ধি করেছেন। ম্যাচের শেষে কেকেআরের মালকিনও যেমন বলে গেলেন, তিনি ধোনির ভক্ত।
কলকাতা: গনগনে দুপুর থেকে থেকে মধ্যরাত অবধি ক্রিকেটের নন্দনকানন রবিবার মেতে রইল মাহি ম্যাজিকে। ওই যে বলে, ‘সির্ফ নাম হি কাফি হ্যায়’… মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) ঠিক তেমনই। মাহির নামটা শুনলেই আবেগের বিচ্ছুরণ হয়। রবিবার ইডেনময় পিল পিল করছিল চেন্নাই সুপার কিংসের জার্সি পরা সমর্থকরা। তাঁদের মুখে একটাই নাম, ‘ধোনি… ধোনি..’। কেকেআরের (KKR vs CSK) বিরুদ্ধে সিএসকের জায়গায় অন্য দলের খেলা থাকলে এতটা কম কেকেআর সমর্থক হয়তো দেখা যেত না। সবমিলিয়ে রবিবারের ইডেন চত্বর দেখে বোঝা দায় ছিল যে ১৬তম আইপিএলে (IPL 2023) কেকেআরের হোম ম্যাচ? নাকি চেন্নাইয়ের। কারণ সর্বত্রই নজরে পড়ছিল হলুদ জার্সি। কেকেআরের সমর্থকরা যে ছিলেন না তেমনটা নয়। কিন্তু তাঁদের ছাপিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির ও চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। এত বিপুল সংখ্যক মানুষ যে ধোনিকে এবং কেকেআরকে সমর্থন করতে ক্রিকেটের নন্দনকাননে এসেছিলেন, তা দেখে তৃপ্ত নাইটদের অন্যতম মালিক, বলিউড তারকা জুহি চাওলা (Juhi Chawla)। আর কী কী বললেন তিনি, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যাচের শেষে কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা বলেন, ‘আমি আশা করেছিলাম যে আমরা জিতব আজ। কিন্তু সিএসকে আজ খুব ভালো খেলেছে। যে কারণে সামনে এত বড় রান ছিল। যা নিশ্চিতভাবে একটা চাপে রেখেছিল আমাদের। ম্যাচটা আমরা বেশ উপভোগ করেছি।’
এরপরই নাইট মালকিন জুহি আরও বলেন, ‘আমি নিজেও ধোনির ফ্যান। ও অসাধারণ প্লেয়ার। ক্যাপ্টেন হিসেবে ও প্রতিটি প্লেয়ারকে এবং পুরো দলটাকে উদ্বুদ্ধ করে। এই জয়ের জন্য ওকে অনেক শুভেচ্ছা। ওকে ক্যাপ্টেন হিসেবে খেলতে দেখাটাও একটা প্রাপ্তি। এত মানুষ চেন্নাই সুপার কিংসকে সমর্থন করছে, যা দেখে মনে হচ্ছে আমরা চেন্নাইয়ে রয়েছি। চেন্নাই যেমনভাবে জিতল, আমরাও চাইব পরের ম্যাচে তেমনভাবে জিততে।’
ইডেনে হলুদ জার্সির ঢল, মাহি মাহি চিৎকার কোনও কিছুই নজর এড়ায়নি ধোনির। কেকেআর ঘরের মাঠে কম সমর্থন পেয়েছে একটা মানুষের জন্যই। সেটা আর কেউ নন, মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজেও ভালোভাবেই তা উপলব্ধি করেছেন। প্রসঙ্গত, কেকেআরকে হারানোর পর চেন্নাইয়ের নেতা ধোনি বলেন, ‘এতটা সমর্থন করার জন্য ধন্যবাদ। প্রচুর সমর্থক এখানে এসেছে। মনে হচ্ছে যেন ঘরের মাঠে খেললাম। তবে আমি নিশ্চিত, এখানে এরপর কেকেআর যে ম্যাচ খেলবে, গ্যালারি কেকেআরকেই সমর্থন করবে।’