Sachin Tendulkar Birthday: মাস্টার ব্লাস্টারের জীবনের হাফসেঞ্চুরি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল

Sachin Tendulkar's 50th Birthday: আজ, ২৪ এপ্রিল ৫০ এ পা দিলেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগী থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা তাঁকে বার্থ ডে উইশ করেছেন।

Sachin Tendulkar Birthday: মাস্টার ব্লাস্টারের জীবনের হাফসেঞ্চুরি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল
মাস্টার ব্লাস্টারের জীবনের হাফসেঞ্চুরি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢলImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 2:26 PM

মুম্বই : ক্রিকেটের ঈশ্বরের জন্মদিনে (Birthday) সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জীবনের হাফসেঞ্চুরি করলেন। এই বিশেষ দিনে মাস্টার ব্লাস্টারকে নিয়ে একরাশ আবেগ নেটদুনিয়ায় তুলে ধরছেন তাঁর ফ্যানেরা। সতীর্থ থেকে শুরু করে বর্তমানের একাধিক ক্রিকেটাররাও সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন। ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি ভারতকে অনেক কিছু দিয়েছেন। সচিনের রেকর্ডঝাঁপিও বেশ নজরকাড়া। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশেই রয়েছে সর্বাধিক রান। একই সঙ্গে সচিন প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট ম্যাচে খেলেছেন। তাঁর মাইলস্টোন নিয়ে বলতে গেলে যেন শেষই হয় না। এক ঝলকে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন জন্মদিনে সচিনকে উইশ করেছেন কারা।

আইসিসির পক্ষ থেকে সচিনের ৫০তম জন্মদিনে টুইট করা হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে মাস্টার ব্লাস্টারের জন্য বিশেষ টুইট –

বিসিসিআইয়ের পক্ষ থেকে সচিনের কেরিয়ারের ঝলক নম্বরের মাধ্যমে ফুটিয়ে তুলে টুইট করা হয়েছে।

শুধু ভারতীয় বোর্ড নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সচিনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হয়েছে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী টুইটারে সচিনকে বিগ বস বলে উইশ করেছেন।

কেকেআরের পক্ষ থেকে সচিনের জন্মদিনে টুইট করা হয়েছে।

সচিন তেন্ডুলকরকে জড়িয়ে ধরে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন হরভজন সিং।

জনপ্রিয় গায়ক সোনু নিগমের সঙ্গে সচিন তেন্ডুলকরের একটি গানের শুটের ভিডিয়ো শেয়ার করে মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন সুরেশ রায়না।

সচিনের ৫০তম জন্মদিনের জন্য ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকও টুইট করেছেন।

ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের টুইট –

টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার  সূর্যকুমার যাদবের টুইট –

সচিনের জন্মদিনে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার টুইট –

সচিনের একাধিক ফ্যানেরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।