Calcutta High Court: মধুসূদনের বাড়ি ভেঙে হবে বহুতল? হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পুরসভা
Kolkata Municipal corporation: ১৮৭৩ সালের ২৯ জুন মৃত্যু হয় মাইকেল মধুসূদন দত্তের। আর কলকাতা পুরসভা তৈরি হয়েছে ১৮৭৬ সালে। কলকাতা পুরসভার রেকর্ড অনুযায়ী, বর্তমানের ৭৭ নম্বর ওয়ার্ড ছিল সেই সময় গার্ডেনরিচ পুরএলাকা ভিতরে।

কলকাতা: কবি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বাংলা সাহিত্যের নিবিড় যে সংযোগ তা বলার অপেক্ষা রাখে না। বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ তিনি। অথচ তাঁরই বাড়ি এবার ধ্বংসের মুখে? তাও আবার এই কলকাতায়? খবর মিলছে, বাড়ি ভেঙে তৈরি হতে পারে বহুতল। বিষয়টি জানাজানি হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুরসভা।
১৮৭৩ সালের ২৯ জুন মৃত্যু হয় মাইকেল মধুসূদন দত্তের। আর কলকাতা পুরসভা তৈরি হয়েছে ১৮৭৬ সালে। কলকাতা পুরসভার রেকর্ড অনুযায়ী, বর্তমানের ৭৭ নম্বর ওয়ার্ড ছিল সেই সময় গার্ডেনরিচ পুরএলাকা ভিতরে। এরপর নদী থেকে বয়ে গিয়েছে অনেকটা জল। ধীরে-ধীরে বেড়েছে কলকাতা পুরসভা এলাকার আয়তন। বর্তমানে ১৪৪টি ওয়ার্ড রয়ছে পুরসভার অধীনে।
তবে জানা যাচ্ছে, এত বছর পর পুরসভার কাছে কোনও পর্যাপ্ত নথি নেই যে ২০বি কার্ল মার্ক্স সরণির এই দোতলা বাড়ি যে মধুসূদনের তা প্রমাণ করে। জানা যায়, জীবনের শেষ কয়েকটা বছর কাটিয়েছিলেন মাইকেল মধুসূদন। এবার ওই বাড়ি ভাঙতে চলেছে বেসরকারি এক সংস্থা। তৈরি হতে পারে বহুতল। এবার তা আটকাতেই এবার হেরিটেজের তথ্য জোগাড় করে বাড়ি ভাঙা আটকাতে কলকাতা পুরসভা দারস্থ হতে চলেছে হাইকোর্টের।





