Malda: ‘আমায় ডাইনি বলে পোড়াতে গিয়েছিল’, মহিলার ছেলে-বৌকে তুলে নিয়ে গেল পুলিশ
Malda: অভিযোগ, এরপর তাঁকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিলেন তাঁর পুত্রবধূ। লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

মালদহ: ‘ডাইনি’ ওয়েব সিরিজ মনে আছে? যে শুধুমাত্র নিজেরদের স্বার্থ সিদ্ধির জন্য গ্রামের মোড়ল ও স্থানীয় মানুষজন মিলে এক মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছিলেন? এবার আর কোনও সিনেমা বা ওয়েব সিরিজ নয়, মালদহ থেকে এল এমনই খবর। ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনায় পুলিশ ওই গৃহবধূর পুত্রবধূ সহ তাঁর এক আত্মীয়কে আটক করেছে পুলিশ। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়।
গৃহবধূর অভিযোগ,কয়েক বছর আগে তাঁর দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকেই তাঁকে ডাইনি অপবাদ দেয় তাঁর পুত্রবধূ বলে অভিযোগ। এছাড়াও তাঁর ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝেমধ্যেই কলহ লেগে থাকে। সেই ক্ষেত্রেও তাঁকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি অপবাদে মাঝেমধ্যেই মারধর করা হয় তাঁকে।
অভিযোগ, এরপর তাঁকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিলেন তাঁর পুত্রবধূ। লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে গৃহবধূর ছেলের দাবি, এটি একটি পারিবারিক গণ্ডগোল। নির্যাতিতা মহিলা বলেন, “ওরা স্বামী-স্ত্রী মিলে রোজ অশান্তি করত। আমি বলতাম কী করিস প্রতিদিন এমন। আমায় আমার ছেলে মারধর করত। ডাইনি বলে গালাগাল করত। আমার সহ্য হয় না। আমায় ডাইনি বলে পোড়াতে গিয়েছিল।”
এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান, “ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার চেষ্টা এই ধরনের ঘটনা আমাদের জেলায় নেই। এখন যে ধরনের ঘটনাগুলি ঘটছে আপনারা দেখবেন হয় পারিবারিক গণ্ডগোল না হলে জমি নিয়ে বিবাদ। তবে অবশ্যই আমরা প্রয়োজনে ওই গৃহবধুর বাড়ি যাব।”





