Girl Missing: ও বেঁচে আছে তো! বুকে ছবি নিয়ে একটাই প্রশ্ন মায়ের, আর কতদিন!
Girl Missing: প্রতিবেশী শ্রীকান্ত রায় এবং পার্শ্ববর্তী এলাকার সাগর দাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রীর মা।

মালদহ: বাড়ির সামনেই ছিল, হঠাৎ উধাও। একমাসের বেশি সময় কেটে গিয়েছে। ছবি বুকে শুধুই অপেক্ষা। প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তায় কাটছে বাবা-মায়ের। জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হচ্ছে না। অন্যদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান- উতোর।
মালদহের চাঁচল থানা এলাকার কবিলহাটের বাসিন্দা অভাগিনী রায়। তাঁর মেয়ে দশম শ্রেণির ছাত্রী গত মাসে নিখোঁজ হয়ে যায়। গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় সে। প্রতিবেশী শ্রীকান্ত রায় এবং পার্শ্ববর্তী এলাকার সাগর দাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রীর মা। তারপর আবার চলতি মাসের পাঁচ তারিখে মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন নাবালিকার বাবা-মা।
এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এখনও কোনও খোঁজ মেলেনি মেয়ের। তাদের মেয়ে কোথায় রয়েছে, কী অবস্থায় রয়েছে, কিছুই জানেন না তাঁরা। আদৌ বেঁচে আছে তো! প্রশ্ন তুলছেন অসহায় মা। দুই অভিযুক্তর কোনও খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে। বিজেপির অভিযোগ, এই পরিবার যেহেতু দুঃস্থ পরিবার, তাই কোনও তৃণমূল নেতা তাদের হয়ে সুপারিশ করছে না, পুলিশ মাথা ঘামাচ্ছে না। যদিও তৃণমূলের দাবি, বাংলায় পুলিশ প্রত্যেকের জন্য সমান কাজ করে, বিজেপি অপপ্রচার চালাচ্ছে।





