AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eden Gardens: নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন সিএবি সভাপতি…

দমকলকর্মীদের ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। দমকলের প্রাথমিক অনুমান ছিল শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে সিএবির পক্ষ থেকে তদন্ত করে সেটাই জানা গিয়েছে।

Eden Gardens: নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন সিএবি সভাপতি...
নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন সিএবি সভাপতি...
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 9:45 PM
Share

এ বারের ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) সেমিফাইনাল-সহ মোট ৫টি ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। বিশ্বকাপ শুরু হতে এখনও মাস দেড়েক দেরি। কিন্তু তার আগে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের ঘটনা চারিদিকে হইচই ফেলে দিয়েছে। বুধবার রাত ১১.৫০ টা নাগাদ ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগে। ইডেনের অ্যাওয়ে টিমের ড্রেসিংরুম থেকে ধোঁয়া বেরোতে থাকে। আগুনের ফুলকিও দেখা যায়। ক্রিকেটের নন্দনকাননে আগুন লাগার খবর পাওয়ার পর তড়িঘড়ি দমকলকে খবর দেন সেখানকার কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ব্যাপারে কী বলছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দমকলকর্মীদের ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। দমকলের প্রাথমিক অনুমান ছিল শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে সিএবির পক্ষ থেকে তদন্ত করে সেটাই জানা গিয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, ইডেনের অ্যাওয়ে ড্রেসিংরুমের ক্রিকেটারদের জন্য স্টিম বাথের যে জিনিসটি রয়েছে, তার সঙ্গে যে প্লাগের যোগ সেখানেই শট সার্কিট হয়েছে। কারণ ওই স্টিম বাথের প্লাগের কাছে কর্মীরা তোয়ালে মেলে রেখেছিলেন। তদন্তের পর জানা গিয়েছে সুইচ অন ছিল বলে তা থেকেই শট সার্কিট হয়েছে। ওই ঘটনার পর ইডেনের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে।

সিএবি সভাপতি জানিয়েছেন, ইলেকট্রিকের মেইন লাইনে কোনও গণ্ডগোল নেই। ওই অ্যাওয়ে ড্রেসিংরুমের স্টিম বাথের যে প্লাগের জায়গা রয়েছে, সেখানের বিদ্যুৎ সংযোগ পরিবর্তন করতে বলেছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা। এই অগ্নিকাণ্ডের জন্য অন্তর্ঘাতের প্রশ্ন উঠেছিল। এ বিষয় মানতে নারাজ সিএবি প্রেসিডেন্ট। তিনি জানান, এখানে কোনও অন্তর্ঘাতের প্রশ্ন নেই। কেউ এমনটা প্রচার করলে সেটা দুঃখের বিষয়। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে সিএবি। তাই ইডেনের নিরাপত্তা বাড়ছে। সুরক্ষার জন্য তা আরও অটোসাটো করা হচ্ছে। বিশেষ করে ক্লাব হাউস আর বি, সি, কে, এল ব্লকে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

একইসঙ্গে সিএবি সভাপতি জানান, এ বার ইডেনে এমন কর্মীদের রাখা হবে, যাদের ইলেকট্রিক বিষয়ে জ্ঞান আছে। তড়িঘড়ি আগুন লাগলে তাঁরা যেন ড্যামেজ কন্ট্রোল করতে পারেন। ড্রেসিংরুমে ফায়ার অ্যালার্ম তো রয়েছেই। সেই সঙ্গে স্প্রিঙ্কলার লাগানো হচ্ছে। ড্রেসিংরুমের ছাদে স্প্রিঙ্কলার লাগানো হচ্ছে। এই স্প্রিঙ্কলার এমন জিনিস, কোনও জায়গায় সেটি যদি লাগানো থাকে তা হলে সেই স্থানে আগুন লাগলে সেখান থেকে জল বেরোবে।

ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলেই জানিয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কিছু কেবল পুড়ে গিয়েছে। অতি শীঘ্রই ওই লাইন, কেবল পরিবর্তন করবে। নতুন করে ওই জায়গাটির বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে। একইসঙ্গে সিএবি কর্তাদের পক্ষ থেকে সব দিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এই নিয়ে বোর্ড কিছু জানতে চায়নি।’