Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ab De Villiers: বিরাট হইতে সাবধান! সিরিজের আগে দলের উদ্দেশে সতর্কবার্তা এবি ডি ভিলিয়ার্সের

AB de Villiers On VIrat Kohli:বিশ্বকাপ শেষ করে টি-২০ সিরিজে মুখোমুখি ভাকত-অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগে দলকে বিরাট কোহলির থেকে সাবধান করে দিচ্ছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।

Ab De Villiers: বিরাট হইতে সাবধান! সিরিজের আগে দলের উদ্দেশে সতর্কবার্তা এবি ডি ভিলিয়ার্সের
বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 7:42 PM

নয়াদিল্লি: শেষ হয়েছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) । অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শেষ হয়েছে ভারতের বিশ্বকাপের স্বপ্ন। বিশ্বকাপ শেষ করে টি-২০ সিরিজে মুখোমুখি ভাকত-অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার (Team India) । সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। এই সিরিজের আগে দলকে বিরাট কোহলির (Virat Kohli) থেকে সাবধান করে দিচ্ছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স (Ab De Villiers)। বিরাটকে রোধ করা মুশকিল, বলেই মনে করেছেন এবি়ডি। এই বিষয়ে কী বলছেবন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চলতি মাসের শেষের দিকে, ২৬ ডিসেম্বর টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে এই সিরিজেই কামব্যাক করবেন চেজ মাস্টার বিরাট কোহলি। এ বার কিংয়ের জাদু দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। এক ইউটিউব চ্যানেলে তাঁকে বলতে শোনা যায়, “বিরাটের সেরাটা দেখা যাবে আরও এক বার। দলের বিরুদ্ধে বিরাটকে দেখার জন্য অপেক্ষায় রয়েছি। বিরাটকে রুখে দেওয়া মুশকিল, দলকে বুঝতে হবে সেটা।”

আসন্ন টেস্ট সিরিজ বিরাট-রোহিতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এবিডি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অজিদের কাছে হারতে হয়েছে ভারতকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে নিজের উদাহরণ টেনে আনের প্রোটিয়া সুপারস্টার। এই বিষয়ে এবিডি বলছেন, “আমরা যখন ২০১৫ সেমিফাইনালে হেরেছিলাম, আমি ভেঙে পড়েছিলাম। ক্রিকেট থেকে দূরত্ব বাড়িয়ে দিচ্ছিলাম। কিন্তু বিরাট-রোহিতদের জন্য ব্যাপারটা আলাদা। কারণ ওরা কখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারেনি।” এই মন্তব্য করে এবিডি এটাই বোঝাতে চেয়েছেন যে, বিরাট-রোহিতরা জেতার তাগিদ নিয়ে মাঠে নামবেন।