IPL 2024 ভিডিয়ো: বোলো তা-রা-রা-রা, লখনউয়ের রাস্তায় নাচ LSG-কোচের!

Lucknow Super Giants: শুক্রবার শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম দু-সপ্তাহের সূচি ঘোষণা করেছে বোর্ড। দেশে সাধারণ নির্বাচনও রয়েছে। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়িই হয়তো আইপিএলের বাকি ম্যাচেরও সূচি ঘোষণা করে দেবে বোর্ড। প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। লখনউ সুপার জায়ান্টসও ব্যতিক্রম নয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ফ্যানদের সঙ্গে জনসংযোগ বাড়ানোও তো জরুরি!

IPL 2024 ভিডিয়ো: বোলো তা-রা-রা-রা, লখনউয়ের রাস্তায় নাচ LSG-কোচের!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 17, 2024 | 5:51 PM

দুর্দান্ত ফিল্ডিং। প্রথমেই চোখের সামনে কার ছবিটা ভেসে উঠবে? হলপ করে বলা যায়, প্রথম নামটা অবশ্যই জন্টি রোডস। পয়েন্ট ও ব্যাকওয়ার্ড পয়েন্টে জন্টি মানেই ব্যাটারের বিপদ। এখনও তাঁর যা ফিটনেস, প্র্যাক্টিস করানোর সময় যে ধরনের ক্যাচ নেন, তরুণ প্রজন্মও লজ্জা পাবে। আচ্ছা, সেই জন্টি রোডস কেমন ডান্স করেন? সেটা না হয় আপনারাই ঠিক করবেন। তবে লখনউ সুপার জায়ান্টস যে আইপিএলের জন্য মানসিক ভাবে প্রস্তুত, সেটা যেন পরিষ্কার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম দু-সপ্তাহের সূচি ঘোষণা করেছে বোর্ড। দেশে সাধারণ নির্বাচনও রয়েছে। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়িই হয়তো আইপিএলের বাকি ম্যাচেরও সূচি ঘোষণা করে দেবে বোর্ড। প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। লখনউ সুপার জায়ান্টসও ব্যতিক্রম নয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ফ্যানদের সঙ্গে জনসংযোগ বাড়ানোও তো জরুরি!

মুসকুরাইয়ে…। লখনউয়ে এই বার্তা সকলেই দিয়ে থাকেন। লখনউ ফ্র্যাঞ্চাইজির একটি অনুষ্ঠানে শুধু হাসলেনই নয়, জমিয়ে নাচও। লখনউ সুপার জায়ান্টস কোচিং টিমের দুই গুরুত্বপূর্ণ সদস্য জাস্টিন ল্যাঙ্গার ও জন্টি রোডস। রাস্তায় একটি মঞ্চে জমিয়ে পঞ্জাবি গানে নাচ প্রোটিয়া-অজি জুটির।

জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ। এ বার লখনউয়ের দায়িত্বে। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতেই ফিল্ডিংয় কোচের ভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসকে।