Ishan Kishan: টিমে মজার মানুষ, ঈশানের ‘সিরিয়াস’ বার্তা; আপনি কি মানবেন?
MI, IPL 2024: ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার বর্তমানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। পুরোদমে আইপিএলের অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু কোথাও হয়তো তাঁর অনুরাগীদের মনে প্রতিদিনই আসে, ঈশান আর বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই। এ বছরের টি-২০ বিশ্বকাপে কি তাঁকে দেখা যাবে? আপাতত মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ঈশানকে খোশমেজাজেই দেখা গিয়েছে। কিন্তু এ বার MI শিবিরে হঠাৎই বিরাট সিরিয়াস হয়ে গেলেন ঈশান কিষাণ
কলকাতা: গত কয়েক দিন ধরে ভারতীয় ক্রিকেটে ঈশান কিষাণ (Ishan Kishan) অন্যতম চর্চিত নাম। বোর্ডের রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ অমান্য করে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষাণ। ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার বর্তমানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। পুরোদমে আইপিএলের (IPL) অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু কোথাও হয়তো তাঁর অনুরাগীদের মনে প্রতিদিনই আসে, ঈশান আর বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই। এ বছরের টি-২০ বিশ্বকাপে কি তাঁকে দেখা যাবে? শত প্রশ্ন মনে আসলেও ঈশানের অনুরাগীরা তাঁর পাশে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ঈশানকে খোশমেজাজেই দেখা গিয়েছে। কিন্তু এ বার MI শিবিরে হঠাৎই বিরাট সিরিয়াস হয়ে গেলেন ঈশান কিষাণ। বলে বসলেন বড় কথা।
দেশের তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশানের একটি ভিডিয়ো মুম্বই ইন্ডিয়ান্সের ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ভীষণ সিরিয়াস ভাবে বেশ কয়েকটি কথা বলছেন ঈশান। আসলে তাঁর কাছে মানুষের জন্য কিছু বার্তা জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘সকলেই মাঠে অনুশীলন করতে আসে। আর আমি বলব তাদের কখনই যেখানে সেখানে বোতল ছুড়ে ফেলে দেওয়া উচিত নয়। মাঠ সব সময় পরিষ্কার রাখা উচিত। একটা ছোট্ট বিষয় করলেই নিজেকে অনেকটা উন্নত করা যায়। এই ধরণের ছোট খাটো পরিবর্তন গুলো বেশ প্রয়োজন।’ এই সব বলতে বলতে দেখা যায় ঈশান মাঠে পড়ে থাকা বেশ কয়েকটি জলের খালি বোতল ডাস্টবিনে তুলে ফেলেন। এই কাজে তাঁর সঙ্গে হাত মেলান পাশে থাকা MI এর আরও ৩ সদস্য। ঈশান অবশ্য এই নিয়ে ভুল কিছু বলেননি। অবশ্যই খেলার মাঠ সব সময় পরিষ্কার রাখা উচিত।
View this post on Instagram
ঈশান কিষাণের ওই ভিডিয়ো এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি প্রায় ১ লক্ষ ১০ হাজার জন লাইক করেছেন। আর ভিডিয়োটি দেখেছেন ১.২ মিলিয়ন। ড্রেসিংরুমে তো বটেই মাঠেও ঈশান বেশ মজার মানুষ। সম্প্রতি তিনি শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মতো কোঁকড়ানো পরচুল পরে তাঁকে নকল করেন। মালিঙ্গা বর্তমানে মুম্বইয়ের বোলিং কোচ। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।
Malinga banne ka tareeka bohot 𝒌𝒆𝒛𝒖𝒂𝒍 hai Ishan Bhai 🤣💙#OneFamily #MumbaiIndians @ishankishan51 @malinga_ninety9 pic.twitter.com/3oOk4gjbVR
— Mumbai Indians (@mipaltan) March 15, 2024