Virat Kohli: জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য ব্রায়ান লারার

Brian Lara on Virat Kohli: স্ট্রাইকরেট নাকি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং। এই বিতর্ক নতুন নয়। তবে প্লেয়ারের নাম যখন বিরাট কোহলি, তাঁকে নিয়ে প্রশ্ন ওঠাই প্রত্যাশিত। এ বারের আইপিএলে ৩০০-র বেশি রান হয়ে গিয়েছে আরসিবি ওপেনার বিরাট কোহলির। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁকে নিয়ে জোর জল্পনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে 'মন্থর' বিরাটকে রাখা উচিত কিনা এই নিয়েও ভিন্ন মত। কী বলছেন ব্রায়ান লারা?

Virat Kohli: জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য ব্রায়ান লারার
Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 09, 2024 | 3:00 PM

বিরাট কোহলির কি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া উচিত? এই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া। আরসিবির গত ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৬৭ বলে। আইপিএলে যা যুগ্মভাবে মন্থরতম। এ মরসুমে তিনটি ৫০ প্লাস স্কোর। এর মধ্যে একটি সেঞ্চুরি। যদিও বিরাটের সেঞ্চুরি দলকে জেতাতে ব্যর্থ। প্রশ্ন উঠছে স্ট্রাইকরেট নিয়েও। এ বার স্ট্রাইকরেট ইস্যুতে বিরাট মন্তব্য ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার।

স্ট্রাইকরেট নাকি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং। এই বিতর্ক নতুন নয়। তবে প্লেয়ারের নাম যখন বিরাট কোহলি, তাঁকে নিয়ে প্রশ্ন ওঠাই প্রত্যাশিত। এ বারের আইপিএলে ৩০০-র বেশি রান হয়ে গিয়েছে আরসিবি ওপেনার বিরাট কোহলির। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁকে নিয়ে জোর জল্পনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ‘মন্থর’ বিরাটকে রাখা উচিত কিনা এই নিয়েও ভিন্ন মত। কী বলছেন ব্রায়ান লারা?

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ব্রায়ান লারা বলেন, ‘স্ট্রাইকরেট সবসময়ই পরিস্থিতির উপর নির্ভর করে। একজন ওপেনারের ক্ষেত্রে ১৩০-১৪০ স্ট্রাইকরেট ঠিকঠাক। কিন্তু মিডল অর্ডারে ব্যাট করতে এলে ১৫০-১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং জরুরি। এ বারের আইপিএলেই আমরা দেখেছি, পরের দিকে ব্যাটাররা ২০০ স্ট্রাইকরেটেও খেলছেন।’ বিরাটের ক্ষেত্রে তা হলে কী হওয়া উচিত? আইপিএলে ওপেন করলেও জাতীয় দলে বিরাট তিনে নামেন।

ক্যারিবিয়ান কিংবদন্তি আরও যোগ করেন, ‘বিরাটের মতো ওপেনারের ক্ষেত্রে ১৩০ স্ট্রাইকরেটে শুরু করাটা মন্দ নয়। তবে যতটা সময় ক্রিজে কাটাবে সেই অনুযায়ী গতি বাড়ানো প্রয়োজন। পরের দিকে সেটা ১৬০-র বেশি নিয়ে যেতে পারলে ভালো। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, বিশ্বকাপে ভারতের টপ অর্ডার কী হওয়া উচিত, পরিষ্কার বলব-রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিল। সব কিছু ভেবেই বলছি। আরসিবির ক্ষেত্রে বলব, শুধু একজনকে কাঠগড়ায় দাঁড় না করানোই শ্রেয়। টিম হিসেবে খেলতে হবে আরসিবিকে।’