CAB Election: সিএবিতে সৌরভের সঙ্গে বৈঠক অরুণ লালের
Sourav Ganguly: ২২ তারিখই মনোনয়ন জমা দিতে চলেছে সৌরভ। এ দিন সিএবিতে আসেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অরুণ লাল। সৌরভের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সিএবি সহ সভাপতি হিসেবে অরুণ লালের নাম জোরালো হচ্ছে।
কলকাতা: বোর্ড (BCCI) থেকে আগেই সরে গিয়েছেন। আইসিসি (ICC) চেয়ারম্যান পদের দৌড়েও নেই মহারাজ। বোর্ডের তরফ থেকে কোনও সমর্থন পাননি। তাই সিএবি নির্বাচনেই এখন তোড়জোড় শুরু সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যদিও তাঁকে ঘিরে রাজনৈতিক সমীকরণ এখনও চলছে। এ দিনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সৌরভকে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে। যা হয়েছে তা কখনও ক্ষমা করা যায় না। আমরা এটা নিয়ে অনেক দূর যাব।’ এই মন্তব্যের পর সুর আরও চড়ছে। যদিও প্রাক্তন বোর্ড সভাপতি এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ।
সিএবি-তে এখনও অবধি যা পরিস্থিতি তাতে হয়তো নির্বাচন হচ্ছে না। সমঝোতার মাধ্যমেই হয়তো নতুন কমিটি তৈরি হতে পারে। যদিও নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছিলেন মহারাজ নিজেই। সিএবির শাসক বিরোধী কর্তাদের মন্তব্যকে ভালো ভাবে মেনে নিতে পারেননি তিনি। সেই মতোই নিজের ভোটব্যাঙ্ক বাড়াতে আসরে নেমে পড়েন মহারাজ। বলে দিয়েছিলেন, ‘কোনও রকম সমঝোতা নয়। সুষ্ঠু নির্বাচনেই দাঁড়াব।’ সৌরভের ওই ডাকাবুকো মন্তব্যই হয়তো বিরোধীদের মনোবল ভেঙে দিয়েছে। প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রথম দিন থেকেই ছিল না। তবে সচিব, যুগ্ম সচিব, কোষাধ্যক্ষ, সহ সভাপতি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছিল। আলোচনায় ঘোরাফেরা করছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাস, নরেশ ওঝা, প্রবীর চক্রবর্তীদের নাম। এখনও পর্যন্ত বিরোধীদের কোনও মনোনয়ন জমা পড়েনি। যা শোনা যাচ্ছে, তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হুঙ্কারেই অনেকটা পিছিয়ে পড়েছে বিরোধীরা।
২২ তারিখই মনোনয়ন জমা দিতে চলেছে সৌরভ। এ দিন সিএবিতে আসেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অরুণ লাল। সৌরভের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সিএবি সহ সভাপতি হিসেবে অরুণ লালের নাম জোরালো হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার হিসেবে তিনি আসবেন সিএবি-তে। সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে এখনও কাউকে চূড়ান্ত করেননি। এ দিকে সিএবি নির্বাচন নিয়ে দফায় দফায় অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনা করছেন সৌরভ। সিলেকশন না ইলেকশন, তা শনিবারের বিকেলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।
মনোনয়ন জমা দেওয়ার দিন অবশ্য একদিন পিছিয়ে গিয়েছে। ২২ নয়, ২৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৮ তারিখ স্ক্রুটিনি। বার্ষিক সাধারণ সভার দিন পাল্টায়নি। ৩১ তারিখই এজিএম। ২৯ তারিখ সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কোভিডের কারণে গত ২ বছর অনুষ্ঠান হয়নি। তাই এবার তিনজনকে জীবনকৃতি সম্মান দেওয়া হবে। পুরুষ ক্রিকেটারদের মধ্যে জীবনকৃতি সম্মান পাচ্ছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রণব রায় আর উদয়ভানু বন্দ্যোপাধ্যায়। মহিলা ক্রিকেটারদেরও এ বার জীবনকৃতি সম্মান দেওয়া হবে। মহিলা ক্রিকেটারদের মধ্যে সম্মানিত হবেন গার্গী বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায় আর মিঠু মুখোপাধ্যায়। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।