AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI: রেকর্ড লক্ষ্মীলাভ, আয়ের নিরিখে অন্যান্য বোর্ডদের ছাপিয়ে গেলেন জয় শাহরা

BCCI Net Worth: বিশ্বকাপের বছরে বিসিসিআইয়ের আয় তাক লাগিয়ে দিয়েছে। বর্তমানে বিসিসিআইয়ের মোট আয় ১৮,৭৬০ কোটি টাকা। অন্যান্য বোর্ডের মোট সম্পত্তির তুলনায় যা অনেকটাই বেশি। আয়ের নিরিখে কাদের পিছনে ফেললেন জয় শাহরা?

BCCI: রেকর্ড লক্ষ্মীলাভ, আয়ের নিরিখে অন্যান্য বোর্ডদের ছাপিয়ে গেলেন জয় শাহরা
ভারতীয় ক্রিকেট বোর্ডImage Credit: ছবি: X
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 12:41 PM
Share

নয়াদিল্লি: বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের খেতাব আগেই পেয়েছিল বিসিসিআই (BCCI) । বর্তমানে ফের লক্ষ্মীলাভের নিরিখে বাকি বোর্ডগুলিকে ছাপিয়ে গেল ভারতীয় বোর্ড। বিশ্বকাপের বছরে বিসিসিআইয়ের আয় তাক লাগিয়ে দিয়েছে। বর্তমানে বিসিসিআইয়ের মোট আয় মোট আয় ২.২৫ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১৮৭৬০ কোটি টাকা। অন্যান্য বোর্ডের মোট আয়ের তুলনায় যা অনেকটাই বেশি। আয়ের নিরিখে কাদের পিছনে ফেললেন জয় শাহরা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিসিসিআইয়ের মোট সম্পত্তির পরিমাণ ১৮,৭৬০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যাদের আয় ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৬০০ কোটি টাকা। অস্ট্রেলিয়ার থেকে লক্ষ যোজন এগিয়ে জয় শাহর ভারত।বাইশ গজে অস্ট্রেলিয়া কে না হারাতে পারলেও, মাঠের বাইরে অজিদের কয়েক গোল দিয়েছে বিসিসিআই। হিসেব যা বলছে, তাতে অস্ট্রেলিয়ার থেকে ২৮ গুণ বেশি আয় করেছে ভারত। বিসিসিআইয়ের বিপুল অর্থের সূত্র কিন্তু আইপিএল। ২০২৩ থেকে  শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ। শুরুতেই যা সোনা ফলিয়েছে।

অন্যান্য বোর্ডের আয়ের পরিমাণ কত? ক্রিকেট অস্ট্রেলিয়ার পর আয়ের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডে মোট আয় ৪৯২ কোটি টাকা। ইসিবির পর চতুর্থ স্থান দখল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবিয়ের মোট আয় ৪৫৮ কোটি টাকা। আয়ের নিরিখে এগিয়ে এসেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের মোট আয় ৪২৫ কোটি টাকা। বাংলাদেশের পরে রয়েছে আফ্রিকা। তাদের মোট আয় ৩১৭ কোটি টাকা। সামনে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেটের আয়ের পরিমাণ। লঙ্কান বোর্ডের আয় ১৬৬ কোটি টাকা। দেশের আর্থিক মন্দার প্রভাব যে ক্রিকেটেও পড়েছে তা স্পষ্ট। তবে আয়ের নিরিখে সবচেয়ে পিছিয়ে নিউজিল্যান্ড। কিউয়ি বোর্ডের আয় মাত্র ৭৫ কোটি।