PCB, Floodlight : লাহোর স্টেডিয়াম অন্ধকারে, দীর্ঘ সময় বন্ধ পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ
Asia Cup 2023, Pakistan Cricket: পাকিস্তান পেসারদের দাপটে মাত্র ১৯৩ রানেই শেষ বাংলাদেশ ইনিংস। পাকিস্তাও ব্যাটিংয়ে নেমে প্রবল সমস্যায় পড়ল। তবে সেটা ক্রিকেটীয় কারণে নয়।
কলকাতা: এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হল এ দিন। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান ও বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই দ্রুত তিন উইকেট হারিয়ে বাংলাদেশ প্রবল চাপে পড়ে। মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসানের অভিজ্ঞ জুটি পরিস্থিতি কিছুটা সামাল দেয়। তাতেও খুব বেশি উন্নতি হয়নি। এই জুটি ভাঙতেই সমস্যায় বাংলাদেশ। পাকিস্তান পেসারদের দাপটে মাত্র ১৯৩ রানেই শেষ বাংলাদেশ ইনিংস। পাকিস্তানও ব্যাটিংয়ে নেমে প্রবল সমস্যায় পড়ল। তবে সেটা ক্রিকেটীয় কারণে নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের ভেনু নিয়ে প্রবল জলঘোলা হয়েছিল। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সে দেশের বোর্ড চেয়েছিল পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করতে। যদিও ভারতীয় বোর্ড শুরুতেই জানিয়ে দেয় পাকিস্তান খেলতে যাবে না ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়, এশিয়া কাপ হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানে কয়েকটি ম্যাচ এবং বাকি সব শ্রীলঙ্কায় হচ্ছে। পাকিস্তান পর্বে এটিই শেষ ম্যাচ।
বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে আবারও প্রশ্নের মুখে পাকিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সদ্য পাকিস্তান ইনিংস শুরু হয়েছে। ৫ ওভার পরই ফ্লাডলাইটের একটি টাওয়ার পুরোপুরি বন্ধ হয়ে যায়। লাহোর স্টেডিয়ামে অন্ধকার। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে। অবশেষে ম্যাচ শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।