Virat Kohli: লঙ্কান তরুণ ক্রিকেটারদের টিপস দিলেন কোহলি, পেলেন বিশেষ উপহার

Asia Cup: এখন শ্রীলঙ্কায় (Sri Lanka) রয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে (Asia Cup 2023) তিনি ব্যস্ত। আগামিকাল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সুপার ফোরের ম্যাচ। তার আগে অনুশীলেন ফাঁকে কোহলিকে দেখা গেল শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের টিপস দিতে।

Virat Kohli: লঙ্কান তরুণ ক্রিকেটারদের টিপস দিলেন কোহলি, পেলেন বিশেষ উপহার
Virat Kohli: লঙ্কান তরুণ ক্রিকেটারদের টিপস দিলেন কোহলি, পেলেন বিশেষ উপহার Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 6:36 PM

কলম্বো: বিরাট কোহলি (Virat Kohli) বিশ্বমানের ক্রিকেটার। এ কথা একাধিক কিংবদন্তি বার বার বলেছেন। তাঁর থেকে ক্রিকেট টিপস পাওয়ার অপেক্ষায় থাকেন দেশ-বিদেশের তরুণ ক্রিকেটাররা। কোহলি অনেক তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণাও। আইপিএলের সময় একাধিক ম্যাচে দেখা গিয়েছে, খেলা শুরুর আগে কিংবা পরে সুযোগ পেলেই তরুণ ক্রিকেটাররা ঘিরে ধরেন কোহলিকে। চলে কিং কোহলির ক্লাস। এখন শ্রীলঙ্কায় (Sri Lanka) রয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে (Asia Cup 2023) তিনি ব্যস্ত। আগামিকাল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সুপার ফোরের ম্যাচ। তার আগে অনুশীলেন ফাঁকে কোহলিকে দেখা গেল শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের টিপস দিতে। পরে কোহলি শ্রীলঙ্কার ক্রিকেটারদের থেকে পান বিশেষ উপহারও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিসিসিআই সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা যায় কলম্বোতে অনুশীলনের ফাঁকে কোহলি শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন। বিরাটকে লঙ্কান ক্রিকেটারদের বলতে শোনা যায় সঠিক অনুশীলন, ফিটনেস ধরে রাখতে হবে। কোহলিকে দেখে ও তাঁর থেকে ক্রিকেটের টিপস পেয়ে আপ্লুত শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এক লঙ্কান ক্রিকেটার বলেন, কোহলি সাফল্যের মন্ত্র ভাগ করে নিয়েছেন। তাঁকে ম্যাচের জন্য প্রস্তুত হতে দেখেও অনেক কিছু শেখার সুযোগ থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের শেয়ার করা ভিডিয়োটির শেষে দেখা যায়, শ্রীলঙ্কার ক্রিকেটাররা কোহলিকে সম্মান জানাতে তাঁর হাতে একটি স্মারক তুলে দেন। সেই স্মারকে ছিল একটি রুপোলি ব্যাট।

বাবর আজমের গ্রিন আর্মির বিরুদ্ধে নামার জন্য তৈরি কোহলি। কলম্বোতে এ বার কোহলি ম্যাজিক দেখা যায় কিনা তারই অপেক্ষায় বিরাটের ভক্তরা। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিরাটের আরও একটি ভিডিয়ো ভাইরাল। যা নেটিজ়েনদের মন ছুঁয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আগামিকাল সুপার ফোরের ম্যাচে নামার আগে, অনুশীলনের ফাঁকে কোহলিকে দেখা গিয়েছে মাঠের মধ্যে একটি ছোট্ট কুকুরছানার সঙ্গে খেলতে।