Asia cup 2025 IND vs BAN Live Streaming: এশিয়া কাপের সেমি-ফাইনাল! যেভাবে-যখন দেখবেন ম্যাচ
Asia cup 2025 Super 4 India vs Bangladesh Live Streaming: পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বুধবার ভারত বনাম বাংলাদেশ। এই ম্যাচকে যেন সেমিফাইনালও বলা যায়। জয়ী দল ফাইনালে এক পা দিয়ে রাখবে। বা বলা ভালো কার্যত ফাইনাল নিশ্চিত। এশিয়া কাপে ভারত-বাংলাদেশ এই ম্যাচ কখন, কোথায়? বিস্তারিত রইল।

এশিয়া কাপে সব ম্যাচ জিতেছে ভারত। এখনও অবধি টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে সব ম্যাচে জয় সূর্যকুমার যাদবদের। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে প্রত্য়াশিত ভাবেই দুরমুশ করেছে ভারত। এখান থেকে চারের মধ্যে টেবলে শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। সুপার ফোর পর্ব শুরু হয়েছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। এরপর ভারত-পাকিস্তান। কাল পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বুধবার ভারত বনাম বাংলাদেশ। এই ম্যাচকে যেন সেমিফাইনালও বলা যায়। জয়ী দল ফাইনালে এক পা দিয়ে রাখবে। বা বলা ভালো কার্যত ফাইনাল নিশ্চিত। এশিয়া কাপে ভারত-বাংলাদেশ এই ম্যাচ কখন, কোথায়? বিস্তারিত রইল।
গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দুটি ম্যাচ জিতলেও সার্বিক ভাবে পারফর্ম করতে পারেনি। কোনও ম্যাচে ক্যাপ্টেন লিটন দাস ভালো খেলেছেন, আবার কখনও শামিম-সইফ কিংবা জাকের আলি এবং শামিম। টিম গেমের অভাব। সুপার ফোর পর্বের শুরুতেই শ্রীলঙ্কার মতো শক্তিশালী টিমকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতের মতো তিন ম্যাচেই জিতেছিল শ্রীলঙ্কা। তাদের হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ টিম।
ভারত গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচ খেলেছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওমানের বিরুদ্ধে ম্যাচটি খেলে আবু ধাবিতে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে রবিবার খেলেছে দুবাইতেই। অন্যদিকে, বাংলাদেশ গত ম্যাচটি খেলেছে আবু ধাবিতে। সুপার ফোর পর্বে ভারত-বাংলাদেশ ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। এখানকার পিচ-পরিস্থিতি তুলনামূলক ভারতের কাছে বেশি চেনা।
অন্য ম্যাচগুলির ভারত-বাংলাদেশ ম্যাচটিও হবে একই সময়ে। অর্থাৎ ভারতীয় সময় রাত ৮টা থেকে। তার আগে টস সন্ধে ৭.৩০ মিনিটে। ২৪ সেপ্টেম্বর বুধবার টেলিভিশনে ম্যাচটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং হবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও বাংলা ভাষায় এই ম্যাচের আপডেটের জন্য় নজর রাখুন টিভিনাইন বাংলার ওয়েবসাইটে।
