Asia cup 2025 IND vs PAK Live Streaming: ভারত-পাকিস্তান রাউন্ড টু; জেনে নিন বিস্তারিত
Asia cup 2025 India vs Pakistan Live Streaming: আজ থেকেই সুপার ফোর পর্ব শুরু হয়েছে। আগামী কাল অর্থাৎ সুপার সানডে-তে ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে প্রতিটা ম্যাচ কার্যত নকআউট। শীর্ষে থাকা দু-দল ফাইনালে খেলবে।

সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপে মোট তিনবার দেখা হতে পারত ভারত ও পাকিস্তানের। আপাতত দ্বিতীয় বার মহারণ পাকা। গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ এ-তে সব ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। তেমনই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে পাকিস্তানও। আজ থেকেই সুপার ফোর পর্ব শুরু হয়েছে। আগামী কাল অর্থাৎ সুপার সানডে-তে ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে প্রতিটা ম্যাচ কার্যত নকআউট। শীর্ষে থাকা দু-দল ফাইনালে খেলবে।
ঠিক এক সপ্তাহের ব্য়বধানে ফের একবার বাইশগজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। গ্রুপের ম্যাচে একপেশে লড়াই দেখা গিয়েছিল। পাকিস্তানকে ৭ উইকেটের ব্য়বধানে সহজেই হারিয়েছে ভারতীয় দল। মাঝে অবশ্য অনেক কিছুই হয়েছে। ভারত অধিনায়ক টসের পর এবং ম্যাচের পর পাকিস্তান ক্য়াপ্টেন কিংবা প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনায় অপমানিত পাকিস্তান ম্যাচ রেফারিকে নিয়ে অভিযোগ তুলেছিল। আইসিসি যদিও তাদের কথায় পাত্তা দেয়নি। আরব আমির শাহি ম্যাচে এক ঘণ্টা দেরিতে মাঠে এসেছিল পাকিস্তান টিম। ম্যাচও দেরিতে শুরু হয়েছিল। কালকের ম্যাচেও রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফ্টই।
ভারত প্রথম দু-ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করেছিল। ওমানের বিরুদ্ধে তুলনামূলক চ্যালেঞ্জের সামনে পড়েছিল ভারতীয় দল। শেষ অবধি ম্যাচ জিতেছে ভারতই। গত ম্যাচ আবু ধাবিতে খেলেছে ভারতীয় দল। কালকের ম্যাচ দুবাইতে। প্রথম দু-ম্যাচ একই মাঠে খেলায় পরিবেশ পরিস্থিতি বোঝা নিয়ে চাপ নেই। তবে ভারতীয় বোলারদের পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও চাপে রাখবে।
সুপার ফোরে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপের মতো সুপার ফোরের এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। টস তার আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধে ৭.৩০টায়। টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচ সম্প্রচারিত হবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
