৪-০ সিরিজ হারতে পারে ভারত, সতর্কবার্তা ক্লার্কের
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক (Clarke) বলছেন, কোহলি টোন সেট করতে না পারলে ৪-০ (4-0)তে টেস্ট সিরিজ হারতে পারে ভারত। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে তৈরি হয়ে নামতে চলেছেন তিনি, জানিয়েছেন স্টিভ স্মিথ।
TV9 বাংলা ডিজিটাল – ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে ইতিমধ্যেই চড়েছে উন্মাদনার পারদ। প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, কেউ এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে (Australia) আবার কারও মতে ফেভারিট টিম ইন্ডিয়া (India)। তিন ধরেনর ক্রিকেটেই তিন দল মুখোমুখি হবে একে অপরের, কিন্তু সবার ফোকাসেই ৪ ম্যাচের টেস্ট সিরিজ (Test Series)। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক (Clarke) বলছেন, কোহলি টোন সেট করতে না পারলে ৪-০ (4-0)তে টেস্ট সিরিজ হারতে পারে ভারত। প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়েক মতে কোহলি একটি মাত্র টেস্ট খলবেন, সেটা সমস্যার নয়। কিন্তু টেস্ট সিরিজের আগে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজেই আসর পরীক্ষা।
আরও পড়ুন – অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে কাটছে না সংশয়
অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে ক্লার্ক বলেছেন, টেস্ট সিরিজের আগে একদিনের সিরিজ ও টি-২০ সিরিজেই দলের মানসিকতা নির্ধারণ করতে হবে কোহলিকে। দলের মধ্যে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার মানসিকতা তৈরি করে দিতে হবে। আর সেটা করেত পারলেই টেস্ট সিরেজে টিম ইন্ডিয়া লড়াই করতে পারবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাই পুরো টেস্ট সিরিজ খেলতে না পারলেও কোহলিকেই টিম ইন্ডিয়ার হালটা ধরে দিতে হবে। আর সেটা না পারলে ৪-০তে টেস্ট সিরিজ হারবে ভারত। কোহলির পাশাপাশি টিম ইন্ডিয়ার সাফল্য নির্ভর করবে আরও একজনের ওপর। ক্লার্কের ফোকাসে জসপ্রীত বুমরার পারফরম্যান্সও।
এদিকে টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে কার্যত হুঙ্কার দিচ্ছেন অস্ট্রেলিয়ার তুরুপের তাস স্টিভ স্মিথ। টিম ইন্ডিয়া শেষ আবর অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট সিরিজ জিতে এসেছিল, কিন্তু সেবার নির্বাসন থাকায় মাঠে নামতে পারেননি স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। কিন্তু এভার ভারেতর বিরুদ্ধে সম্পুর্ণ তৈরি হয়েই নামছে তিনি। আইপিএলে খুব একটা ছন্দে ছিলেন না স্টিভ। কিন্তু সেই খারাপ সময় কাটিয়ে তিনি দলকে নিজের সেরাটা দিতে পারবেন বলেই আশাবাদী প্রাক্তন অজি অধিনায়ক। পাশাপাশি স্টিভের মতে প্রথম টেস্টের পর কোহলি দেশে ফিরে আসায়, টিম ইন্ডিয়ার সব থেকে বেশি প্রয়োজন হবে রোহতি শর্মাকে।
After rain yesterday, the Aussies have their first hit at the SCG ahead of Friday’s first #AUSvIND ODI pic.twitter.com/QGA6kICkNk
— cricket.com.au (@cricketcomau) November 24, 2020