অপহৃত ম্যাকগিলকে খুনের হুমকিও

ঘটনাটি ১৪ এপ্রিল হলেও, ম্যাকগিল (Stuart MacGill) পুলিশকে ২০ এপ্রিল ঘটনাটি জানান। ভয়ের কারণেই তিনি প্রথমে মুখ খোলেননি।

অপহৃত ম্যাকগিলকে খুনের হুমকিও
অপহৃত ম্যাকগিলকে খুনের হুমকিও
Follow Us:
| Updated on: May 05, 2021 | 7:46 PM

গত মাসে, ১৪ এপ্রিল বাড়ি থেকে অপহরণ করা হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে (Stuart MacGill)। ঘটনাটি এক মাস আগে হলেও তার রেশ যেন কোনও মতেই কাটছে না। ঠিক কী হয়েছিল অপহরণের দিন? অস্ট্রেলিয়ার এই প্রাক্তন স্পিনারকে প্রথমে বাড়ি থেকে অপহরণ করা হয়। তারপর তাঁকে শহরের অন্য প্রান্তে নিয়ে যায় অপহরণকারীরা (kidnappers)। সেখানে তার ওপর প্রচণ্ড অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়, বন্দুক দেখিয়ে ভয়ও দেখানো হয়। কিন্তু এক ঘণ্টা পরে তাঁকে আবার ছেড়েও দেওয়া হয়। ছেড়ে দেওয়ার আগে তাঁকে খুনের হুমকিও দিয়েছিল অপহরণকারীরা।

ঘটনাটি ১৪ এপ্রিল হলেও, ম্যাকগিল পুলিশকে (Police) ২০ এপ্রিল ঘটনাটি জানান। ভয়ের কারণেই তিনি প্রথমে মুখ খোলেননি। কিন্তু পরে নিরাপত্তার প্রয়োজন ভেবে, পুলিশকে পুরো ঘটনা জানান এই প্রাক্তন অজি স্পিনার। তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

আরও পড়ুন: করোনা আক্রান্তদের পাশে পাঠান ভাইরা

এই ঘটনায় এ বার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশের তরফে জানানো হয়েছে, “ডাকাতি ও গুরুতর অপরাধ বিভাগ তদন্তে নেমে, বুধবার স্থানীয় সময় সকালে ২৭, ২৯, ৪২ ও ৪৬ বছর বয়সী চার ব্যক্তিকে গ্রেফতার করেছে।”