বিরাটদের হারের দিন ইডেনে হাজির অস্ট্রেলিয়ার প্রতিনিধি!

ভারতে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সপারিষদে হাজির ক্রিকেটের নন্দনকাননে।

বিরাটদের হারের দিন ইডেনে হাজির অস্ট্রেলিয়ার প্রতিনিধি!
শনিবার বিকেলে ইডেনে হাজির ভারতের অস্ট্রেলিয়ান হাই কমিশনার। রয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও। ছবি সৌঃ সিএবি
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 4:47 PM

কলকাতা: কাকতালীয় ঘটনা একেই বলে! অ্যাডিলেড টেস্টে বিরাটরা যখন ল্যাজেগোবরে, তখন কয়েকশো মাইল দূরে ইডেনে ( Eden Gardens )হাজির অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল! না এর সঙ্গে কোনও ক্রিকেটের কোনও সম্পর্ক নেই।

ভারতে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার (Australian High Commissioner) সপারিষদে হাজির ক্রিকেটের নন্দনকাননে। কলকাতায় এসেছেন ঘুরতে। তাঁর ফাঁকেই ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ব্যারি ও’ফ্যারেল হাজির ইডেন গার্ডেন্সে। তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেল (হেড অব পোস্ট) ফিওনা ম্যাকারগাও এবং ডেপুটি কনসাল জেনারেল ড্যানিয়েল সিম।

অস্ট্রেলিয়ার হাইকমিশনারকেে স্বাগত জানাতে ইডেনে হাজির ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ( CAB President Avishek Dalmiya), যুগ্মসচিব  স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (CAB Secretary Snehasish Ganguly) সহ বেশ কয়েকজন সিএবি কর্তারা। ইডেনের আনাচ কানাচ ঘুরে দেখল অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।

ইডেনে তো অস্ট্রেলিয়া ক্রিকেটের একের পর এক ঐতিহাসিক ঘটনা জড়িয়ে রয়েছে। ১৯৮৭ সালে অ্যালান বর্ডারের (Allan Border) বিশ্বকাপ জয়ই হোক কিংবা ২০০১ সালে সৌরভের ( Sourav Ganguly)ভারতের কাছে স্টিভ ওয়ার( Steve Waugh) দলের জয়ের অশ্বমেধের ঘোড়ার মুখ থুবড়ে পড়া। ইডেন যেন অস্ট্রেলিয়া ক্রিকেটের নস্ট্যালজিয়ার সঙ্গে মিলেমিশে রয়েছে। তাই কলকাতা সফরে এসে ইডেনে আসবেন না অস্ট্রেলিয়ার হাইকমিশনার, তা কি হয়?