ICC ODI World Cup 2023: দিল্লির লাইট শো নিয়ে বিরক্তিতে ম্যাক্সওয়েল, পাশে নেই সতীর্থ ওয়ার্নার, অজি শিবিরে ভাঙন?

Glenn Maxwell: এই ব্যাপারে কথা বলতে গিয়ে বিগ ব্যাশ লিগের কথা স্মরণ করিয়েছেন ম্য়াক্সওয়েল। তাঁর কথায়, "পার্থ স্টেডিয়ামে বিগ ব্যাশ লিগ খেলার সময় এই ধরনের আলো চোখে লেগে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। পুরো বিষয়টি মানিয়ে নিতে বেশ সময় লেগেছিল।" ম্যাক্সওয়েলের মতে এই ধরনের লাইট ক্রিকেটারদের জন্য ভীষণ ক্ষতিকারক। তবে ম্যাক্সওয়েলের এই মন্তব্য়ের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার।

ICC ODI World Cup 2023: দিল্লির লাইট শো নিয়ে বিরক্তিতে ম্যাক্সওয়েল, পাশে নেই সতীর্থ ওয়ার্নার, অজি শিবিরে ভাঙন?
গ্লেন ম্যাক্সওয়েল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 12:22 PM

নয়াদিল্লি: চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আরও এক একপেশে ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ৩০৯ রানের রেকর্ড ব্য়বধানে ডাচদের হারিয়ে দিয়েছে প্য়াট কামিন্সের দল। এই ম্যাচে কার্যত জ্বলে ওঠেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। গড়ে ফেলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। কিন্তু স্টেডিয়ামে লেজার লাইট জ্বালানো নিয়ে রীতিমতো বিরক্ত তিনি। এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যাক্সওয়েল। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চলতি বিশ্বকাপে সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কব়্যাম। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ৪৪ বলে ১০৬ রান করে এই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করেছেন গ্লেন ম্য়াক্সওয়েল। দলকে ৩৯৯ রানে পৌঁছে দেন তিনি। তবে এরপর স্টেডিয়ামের ভিতরের লেজার লাইট শো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ড্রিঙ্কস বিরতিতে দর্শকদের জন্য লেজার শোয়ের ব্যবস্থা করা হয়। এই সময় দু’হাত দিয়ে চোখ ঢেকে রেখেছিলেন ম্যাক্সওয়েল। এরপর এই প্রসঙ্গে তিনি বলেন, “এটা ক্রিকেটারদের জন্য খুব খারাপ পরিস্থিতি। কারণ এই আলো সরাসরি চোখে এসে পড়ে। এর ফলে ভীষণ মাথা ব্যথা করে।”

এই ব্যাপারে কথা বলতে গিয়ে বিগ ব্যাশ লিগের কথা স্মরণ করিয়েছেন ম্য়াক্সওয়েল। তাঁর কথায়, “পার্থ স্টেডিয়ামে বিগ ব্যাশ লিগ খেলার সময় এই ধরনের আলো চোখে লেগে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। পুরো বিষয়টি মানিয়ে নিতে বেশ সময় লেগেছিল।” ম্যাক্সওয়েলের মতে এই ধরনের লাইট ক্রিকেটারদের জন্য ভীষণ ক্ষতিকারক। তবে ম্যাক্সওয়েলের এই মন্তব্য়ের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার। সামাজিক মাধ্যম X-এ তিনি লেখেন, আমি এই ধরনের লাইট শো খুব পছন্দ করি। কী সুন্দর একটা পরিবেশ ছিল। এটা ভক্তদের জন্য। ভক্তদের ছাড়া আমরা অসম্পূর্ণ।”